পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে 209 গ্র্যাজুয়েট নিয়োগ

209 জন যুবক-যুবতিকে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস পদে নিয়োগ করবে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী । গ্র্যাজুয়েট হলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে ।

চাকরি
চাকরির খবর

By

Published : Aug 24, 2020, 7:01 AM IST

বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ও সশস্ত্র সীমাবল- এই পাঁচ কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে 209 জন যুবক-যুবতিকে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস পদে নিয়োগ করা হবে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস পরীক্ষা 2020-র মাধ্যমে । প্রার্থী বাছাই পরীক্ষা নেবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। অনলাইনে আবেদন করা যাবে 7 সেপ্টেম্বর সন্ধে 6টা পর্যন্ত ।

শূন্য আসন : মোট শূন্যপদ রয়েছে 209টি -

  • বর্ডার সিকিউরিটি ফোর্সে 78 জনকে নিয়োগ করা হবে ।
  • সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্সে 13 জনকে নিয়োগ করা হবে ।
  • সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে 69 জনকে নিয়োগ করা হবে ।
  • ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে 27 জনকে নিয়োগ করা হবে ।
  • সশস্ত্র সীমাবলে 22 জনকে নিয়োগ করা হবে ।

শিক্ষাগত যোগ্যতা :আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে ।

বয়সসীমা : 1 অগাস্ট 2020-তে আবেদনকারীর বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে ।

ফিজ়িকাল স্ট্যান্ডার্ড : পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হবে হবে 165 সেন্টিমিটার । মহিলাদের উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার ।

প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া : লেখা পরীক্ষা, ফিজ়িকাল স্ট্যান্ডার্ড টেস্ট, মেডিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । লেখা পরীক্ষা হবে 20 ডিসেম্বর, 2020 । দেশের বিভিন্ন জায়গায় এই পরীক্ষা নেওয়া হবে । বিস্তারিত জানতে UPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে (www.upsc.gov.in) নজর রাখুন ।

আবেদনের প্রক্রিয়া : UPSC-র ওয়েবসাইটে (www.upsc.gov.in) গিয়ে অনলাইনে আবেদন করতে হবে । আবেদনের ফি লাগবে 200 টাকা । তবে SC/ST ও মহিলা আবেদনকারীর কোনও ফি লাগবে না । আবেদন করা যাবে 7 সেপ্টেম্বর সন্ধে 6টা পর্যন্ত ।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন পত্র জমা শুরু হয়েছে : 18.08.2020

আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ : 07.09.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ABOUT THE AUTHOR

...view details