পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাড়ছে কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার, কমছে মৃত্যু : স্বাস্থ্যমন্ত্রক - recovery rate of coronavirus

কোরোনা সংক্রমণ কমার যেন কোনও লক্ষণ নেই৷ কিন্তু, সুখবর কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার যেমন বাড়ছে, তেমনই কমছে মৃত্যুর হার৷ জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক৷

corona
কোরোনা

By

Published : Jun 2, 2020, 3:56 AM IST

দিল্লি, 2 জুন : কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার বাড়ছে৷ অন্যদিকে কমছে মৃত্যুর সংখ্যা৷ COVID-19-এর ক্ষেত্রে এই দু'টি প্রবণতা লক্ষ্য করা গেছে বলে সোমবার জানায় স্বাস্থ্যমন্ত্রক৷

গত কয়েক ঘণ্টায় 4,835 জন কোরোনমুক্ত হয়েছেন৷ এর জেরে সুস্থর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 91,818 জন৷ এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, " দেশে কোরোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে 48.19 শতাংশে৷ 18 মে এটা ছিল 38.29 শতাংশ৷ 3 মে ছিল 26.59 শতাংশ৷ 15 এপ্রিল ছিল 11.82 শতাংশ৷

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, এই মুহূর্তে দেশে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 93,322৷ তাঁদের নজরদারিতে রাখা হয়েছে৷

অন্যদিকে কমছে মৃত্যুর হার৷ এই মুহূর্তে মৃত্যুর হার 2.83 শতাংশ৷ 18 মে ছিল 3.15 শতাংশ৷ 3 মে ছিল 3.25 শতাংশ৷ এবং 15 এপ্রিল 3.30 শতাংশ৷ স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ক্রমাগত নজরদারির জেরে দেশে মৃত্যুর হার অপেক্ষাকৃত কম৷ এছাড়া সময়ে রোগের শনাক্তকরণ এবং চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে৷ দেশে কোরোনা পরীক্ষার হারও বেড়েছে৷ 472টি সরকারি ও 208টি বেসরকারি মিলিয়ে মোট 676টি ল্যাবরেটরিতে কোরোনা পরীক্ষা হচ্ছে৷

ABOUT THE AUTHOR

...view details