পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সক্রিয় কোরোনা রোগীর থেকে সুস্থ হওয়ার সংখ্যা 1 লাখেরও বেশি: স্বাস্থ্য মন্ত্রক - স্বাস্থ্য কেন্দ্র

দেশে ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণের মাঝে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হল, দেশে সুস্থ হয়ে ওঠা কোরোনা রোগীর সংখ্যা বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যার তুলনায় বেশি।

Coronavirus
Coronavirus

By

Published : Jun 28, 2020, 10:05 PM IST

Updated : Jun 28, 2020, 10:11 PM IST

দিল্লি, 28 জুন : দেশে প্রতিদিন কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গেই বাড়ছে সুস্থ হয়ে ওঠার হারও । আজ স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, বর্তমানে দেশে সুস্থ হয়ে ওঠা কোরোনা আক্রান্তর সংখ্যা সক্রিয় রোগীর তুলনায় এক লাখের বেশি।

বর্তমানে দেশে মোট কোরোনা রোগীর সংখ্যা 5 লাখ 28 হাজার 859। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 2 লাখ 3 হাজার 51। এখনও অবধি সুস্থ হয়ে উঠেছেন 3 লাখ 9 হাজার 712। মোট মৃতের সংখ্যা 16 হাজার 95।

আজ স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়, গত 24 ঘণ্টায় দেশে মোট 13 হাজার 832 জন কোরোনা রোগী সুস্থ হয়ে উঠেছে । দেশে এখনও পর্যন্ত মোট 3 লাখ 9 হাজার 712 জন সুস্থ হয়ে উঠেছে, যা সক্রিয় রোগীর সংখ্যার তুলনায় 1 লাখ 6 হাজার 661 জন বেশি। দেশে বর্তমানে কোরোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার হার 58.56 শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিতএকটি বিবৃতিতে জানানো হয়, "কেন্দ্রীয় সরকার এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলি কোরোনা সংক্রমণ নির্ণয় ও নিয়ন্ত্রণে যে সক্রিয় পদক্ষেপ করেছে তার ফল হাতেনাতে মিলছে । বর্তমানে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা 2 লাখ 3 হাজার 51 । তাদের চিকিৎসা করা হচ্ছে । "

ওই বিবৃতিতে আরও জানানো হয়, কোরোনা পরীক্ষার জন্য দেশে বর্তমানে 749টি সরকারি এবং 287 টি বেসরকারি ল্যাব মিলিয়ে মোট 1 হাজার 36টি ডায়াগনস্টিক ল্যাবরেটরি রয়েছে । এই ল্যাবগুলিতে প্রতিদিন গড়ে দু'লাখের বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে । গত 24 ঘন্টায় 2 লাখ 31 হাজার 95টি নমুনা পরীক্ষা করা হয়েছে । এখনও পর্যন্ত দেশে মোট 82 লাখ 27 হাজার 802টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, দেশে কোরোনা চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে 1 লাখ 77 হাজার 529টি আইসোলেশন বেড, 23 হাজার 168টি ICU বেড এবং 78 হাজার 60টি অক্সিজেন সাপোর্টেড বেড সহ মোট 1 হাজার 55টি হাসপাতালকে কেবলমাত্র কোরোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট চিহ্নিত করা হয়েছে

Last Updated : Jun 28, 2020, 10:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details