ভোপাল, 26 জুলাই : কোরোনা সংক্রমণের হাত থেকে মুক্তির পথ খুঁজছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা । কয়েকটি দেশে ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে । এই পরিস্থিতিতে কোরোনামুক্তির উপায় বাতলালেন BJP সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর । বলেন, 5 অগাস্ট পর্যন্ত সবাই হনুমান চল্লিশা পাঠ করুন ।
অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো 5 অগাস্ট । সেই কথা উল্লেখ করে BJP সাংসদ টুইট করেন, "আসুন মানুষের সুস্বাস্থ্যের এবং প্যানডেমিক শেষ হওয়ার জন্য আমরা প্রার্থনা করি । হনুমান চল্লিশা দিনে পাঁচবার পাঠ করুন । 25 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত পাঠ করুন । 5 অগাস্ট বাতি জ্বালাবেন । ভগবান রামকে আরতি করবেন । "