পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

GDP-র এই ধসের জন্য দায়ি গব্বর সিং ট্যাক্স : রাহুল - Gabbar Singh Tax of Centre

রাহুল গান্ধি বলেন, "দেশের গরিব চাষি, দোকানদার, ছোটো ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর আক্রমণ GST । আমরা এটা বুঝে গেছি । তাই আমাদের একে রুখতে হবে । এর বিরুদ্ধে এককাট্টা হতে হবে ।"

Rahul
রাহুল

By

Published : Sep 6, 2020, 1:41 PM IST

দিল্লি, 6 সেপ্টেম্বর : দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আবারও মোদি সরকারকে কটাক্ষ করে ভিডিয়ো প্রকাশ করলেন রাহুল গান্ধি । "কীভাবে মোদি সরকার ভারতের অর্থনীতি ধ্বংস করেছে"-এই সিরিজ়ের এটি তৃতীয় ভিডিয়ো । যাতে তিনি GST-কে বিখ্যাত সোলে সিনেমার ভিলেন গব্বর সিংয়ের সঙ্গে তুলনা করেছেন এবং নাম দিয়েছেন গব্বর সিং ট্যাক্স । রাহুলের দাবি, দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ, যার জন্য দায়ি এই সরকার । GST বা গব্বর সিং ট্যাক্স লাখ লাখ ছোটো ব্যবসায়ী ও ছোটো ছোটো দোকানিদের শেষ করে দিয়েছে । যার ফল এখন ভুগছে দেশ । এর জেরে আগামীদিনেও আগামীদিনেও চাকরি ও অন্যান্য ক্ষেত্রে সমস্যা দেখা দেবে । GST মানে হল অর্থনৈতিক সর্বনাশ ।

গত সপ্তাহের শুরুতেই সর্বকালের রেকর্ড ভেঙে -23.9-এ নেমেছে GDP । যার দায় কেন্দ্রীয় সরকারের উপর চাপাচ্ছে বিরোধীরা । GDP -এই অবস্থার পরই আসরে নেমেছেন রাহুল গান্ধি । দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সরকারের একাধিক পদক্ষেপকে ভুল দাবি করেন তিনি । রাহুল আজ ভিডিয়োতে বলেন, "দেশের অর্থনীতিতে GST হল দ্বিতীয় বড় ধাক্কা । GST আসলে UPA সরকারের পরিকল্পনা ছিল । তবে, সেক্ষেত্রে ভাবা হয়েছিল, একটি ট্যাক্স হবে, যতোটা কম সম্ভব সেক্ষেত্রে ট্যাক্স নির্ধারণ করা হবে । আর বিষয়টাকে খুব সাধারণ পর্যায়ে রাখা হবে । যাতে সকলের বুঝতে সুবিধা হয় । তবে, এতে তো চার ধরনের আলাদা আলাদা GST-র ভাগ রয়েছে । যাতে 28 শতাংশ পর্যন্ত রয়েছে । সকলে এই ভাগগুলো বোঝে না । ছোটো এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের এই GST-র অন্তর্ভুক্ত করতে সমস্যায় পড়েন । কারণ তাঁরা বোঝেন না পুরোটা । এতে সুবিধা হয় বড় কোম্পানিগুলোর । যারা 5 থেকে 15 জন অ্যাকাউন্ট রেখে কাজটা করিয়ে নেন ।"

কেন একটি GST-তে চার ধরনের ভাগ ? রাহুল ব্যাখ্যা দিয়ে বলেন, "যারা এই GST-র বিষয়টা বুঝতে পারবে এবং এতে নিজেদের যুক্ত করতে পারবে, শুধু তাদের প্রভাবিত করার জন্যই এই চার ভাগ । অর্থাৎ যারা GST-র পুরো বিষয়টা বুঝল না তাদের আর কিছু না । তারা বাদ । বড় বড় কর্পোরেট সংস্থাগুলিই এই সুবিধা বেশি উপভোগ করতে পারে । বাকিরা আগের মতোই থেকে যায় ।" এর পরিণাম ? তিনি বলেন, "এর জেরে কেন্দ্র এই GST ট্যাক্সের মাধ্যমে টাকা তুলে রাজ্যগুলিকে দিতে পারছে না । এখন রাজ্য সরকারকে দেখুন । প্রত্যেকটি রাজ্যই এমন পরিস্থিতিতে শিক্ষক বা কর্মচারিদের বেতন দিতে পারছেন না । দিলেও পুরো বেতন দিতে সমস্যায় হচ্ছে । GST এখানেই ব্যর্থ ।"

GST আদতে গরিব মানুষদেরকে আক্রমণ করার চেষ্টা । এই বলে রাহুল গান্ধি বলেন, "ভারতের গরিব চাষী, দোকানদার, ছোটো ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর আক্রমণ GST । আমরা এটা বুঝে গেছি । তাই আমাদের একে রুখতে হবে । এর বিরুদ্ধে একাট্টা হতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details