পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশের জন্য সেনাবাহিনীতে যোগ দিতে প্রস্তুত শহিদ জওয়ানের দাদা - india china battle

গণেশের দাদা দীনেশ হাঁসদা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন । বুধবার সকালে গ্রামে গণেশের মৃত্যু সংবাদ এসে পৌঁছায় । শোকের ছায়া নেমে আসে গ্রামে । 2018 সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন গণেশ ।

aa
সেনা

By

Published : Jun 19, 2020, 6:57 AM IST

জামশেদপুর, 18 জুন : লাদাখে ভারত-চিন সংঘর্ষে শহিদ হয়েছেন 20জন ভারতীয় জওয়ান । শহিদ জওয়ানদের মধ্যে রয়েছেন 22 বছর বয়সি গণেশ হাঁসদা । বুধবার সকালে গণেশের মৃত্যুর খবর পান তাঁর পরিবারের সদস্যরা । শোকের ছায়া নেমে আসে তাঁর গ্রাম কোসাফালিয়ায় ।

গণেশের বাড়ি পূর্ব সিংভূমের বাহরাহগোরা ব্লকের কোসাফালিয়া গ্রামে । 2018 সালে 21 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি । জামশেদপুরের LBSM কলেজে তিন বছর NCC প্রশিক্ষণ নিয়েছিলেন । গণেশের বাবা সুখদা হাঁসদা পেশায় দিনমজুর । মা কাপড়া হাঁসদা গৃহবধূ । হাঁসদা দম্পতির ছোটো ছেলে ছিলেন গণেশ । ETV ভারতকে দেওয়া সাক্ষাৎকারে গণেশের বড় ভাই দীনেশ হাঁসদাও দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছা প্রকাশ করেছেন ।

দীনেশ বলেন, "যদি সুযোগ দেওয়া হয় তবে আমিও সেনাবাহিনীতে যোগ দিতে এবং দেশের জন্য লড়তে প্রস্তুত । আমার ভাই দেশের জন্য আত্মবলিদান দিয়েছে । আমি ভাইয়ের জন্য গর্বিত ।" দীনেশ জানিয়েছেন, তাঁর ভাই 2018-র সেপ্টেম্বরে বিহার রেজিমেন্টে যোগ দিয়েছিলেন । দানাপুরে 9 মাসের ট্রেনিং শেষে লেহতে গতবছর 27 জুলাই প্রথম পোস্টিং হয়েছিল তাঁর । দীনেশ বলেন, "ভাইয়ের বরাবরই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল ।" গত ফ্রেব্রুয়ারি মাসে শেষবারের জন্য গ্রামের বাড়িতে এসেছিলেন গণেশ ।

ইতিমধ্যেই গণেশের বাড়িতে সমবেদনা জানাতে গেছিলেন বিধায়ক সামির কুমার মোহান্তি এবং সাংসদ বিদ্যুৎ ভারান মাহাত । বিধায়ক সামির কুমার মোহান্তি জানান, "গণেশের মৃত্যুতে আমরা দুঃখিত । আমরা ওঁর জন্য গর্বিত । ওঁর পরিবারকে সবরকমভাবে সাহায্য করা হবে । গণেশের দাদাও যাতে সেনাবাহিনীতে যোগ দিতে পারেন অথবা তাঁর অন্য কোনও চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব ।" অপরদিকে সাংসদ বিদ্যুৎ ভারান মাহাত বলেন, "গণেশের এই আত্মবলিদানের কথা সবার মনে চিরদিন অমলিন থাকবে ।"

ABOUT THE AUTHOR

...view details