পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আস্থা ভোটের জন্য প্রস্তুত : কমল নাথ

রাজ্যপাল লালজি ট্যান্ডনের সঙ্গে আজ সকালে আস্থা ভোট নিয়ে আলোচনা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ । রাজ্যপালকে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী কমল নাথ । BJP-র বিরুদ্ধে "জনপ্রতিনিধি কেনাবেচা"-র অভিযোগ করেন তিনি ।

kamal nath
kamal nath

By

Published : Mar 13, 2020, 1:59 PM IST

ভোপাল, 13 মার্চ : রাজ্যপাল লালজি ট্যান্ডনের সঙ্গে আজ সকালে আস্থা ভোট নিয়ে আলোচনা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ । মধ্যপ্রদেশের 22 জন কংগ্রেস বিধায়ক ইস্তফা দেওয়ার তিনদিনের মাথায় আজ আস্থা ভোটের কথা রাজ্যপালকে জানান কমল নাথ ।

রাজ্যপালকে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী কমল নাথ । BJP-র বিরুদ্ধে "জনপ্রতিনিধি কেনাবেচা"-র অভিযোগ করেন তিনি । তিনি চিঠিতে উল্লেখ করেন, "মধ্যপ্রদেশের ভারতীয় জনতা পার্টির বেআইনি, অনৈতিক পন্থাগুলিকে চিহ্নিত করতে বাধ্য হচ্ছি । গণতন্ত্র বিপদে রয়েছে । "

আস্থা ভোটের কথা উল্লেখ করে কমল নাথ লেখেন, " কংগ্রেসের একজন দায়িত্ববান নেতা হিসেবে মধ্যপ্রদেশের বিধানসভার পরবর্তী অধিবেশনে আমার সরকারের একটি আস্থা ভোটের জন্য আবেদন জানাচ্ছি । 16 মার্চ থেকে এই অধিবেশন শুরু হবে । অধ্যক্ষ এই তারিখ নির্দিষ্ট করেছেন ।"

কমল নাথ আরও উল্লেখ করেন, "আমরা মধ্যপ্রদেশের জনগণকে নিশ্চিত করছি গণতন্ত্র রক্ষার জন্য আমরা সবরকম চেষ্টা করব । আইনি প্রক্রিয়ায় সংবিধান রক্ষা করব । "

মঙ্গলবার মধ্যপ্রদেশের 22 জন বিধায়ক পদত্যাগ করেন । তাঁদের মধ্যে 13 জনকে শুক্রবার এবং শনিবার দেখা করার জন্য নির্দেশিকা পাঠিয়েছেন বিধানসভার অধ্যক্ষ এন পি প্রজাপতি । তিনি বলেন , "আইন অনুযায়ী , ওই ইস্তফাগুলি প্রথমত অধ্যক্ষকে দিতে হবে । তারপর আমি উপলব্ধ প্রমাণগুলি খতিয়ে দেখব ।"

ABOUT THE AUTHOR

...view details