দিল্লি, 13 জুন : দ্বিতীয় ইনিংসের শুরুতে প্রধানমন্ত্রী যেনও আরও সক্রিয় । এবার তিনি কড়া মাস্টারমশাইয়ের ভূমিকায়। গতকাল মন্ত্রিসভার প্রথম বৈঠকে উঠে এল সেই ছবি । কী কী করণীয় আর কী কী নয় তার তালিকাও দিলেন নরেন্দ্র মোদি । বললেন, বাড়ি বসে কাজ নয়। মন্ত্রীদের নিয়মিত অফিস আসতে হবে ।
মোদির নির্দেশ, নবাগত মন্ত্রীদের পরামর্শ দেবেন প্রবীণ মন্ত্রীরা । কাজের মান বাড়ানোর জন্য ক্যাবিনেট মন্ত্রীদেরকে নবীন মন্ত্রীদের কাজের ফাইলপত্র দেখাতে হবে । একটি নির্দিষ্ট দিনে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে হবে । নিয়মিত সাংসদদের সঙ্গে যোগাযোগ করতে হবে ।