পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের রেপো রেট কমাল RBI, কমতে পারে সুদের হার

দ্বিমাসিক নীতি ঠিক করতে আজ বৈঠকে বসেছিল রিজ়ার্ভ ব্যাঙ্কের 6 সদস্যের মনিটারি পলিসি কমিটি (MPC) । রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে হয় বৈঠক । তাতেই সিদ্ধান্ত হয়েছে দেশের অর্থনীতির সুবিধাজনক অবস্থান বজায় রাখতে রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমানো হবে ৷

RBI

By

Published : Oct 4, 2019, 2:30 PM IST

দিল্লি, 4 অক্টোবর : মধ্যবিত্তের জন্য সুখবর ৷ সাধারণ মানুষের মনে আশা জাগিয়ে টানা পঞ্চমবার রেপো রেট কমাল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI) ৷ এর ফলে ঋণে সুদের হার ও বিশেষ করে গৃহঋণের ক্ষেত্রে EMI-এর বোঝার পরিমাণও কমবে ৷

দ্বিমাসিক নীতি ঠিক করতে আজ বৈঠকে বসেছিল রিজ়ার্ভ ব্যাঙ্কের 6 সদস্যের মনিটারি পলিসি কমিটি (MPC) । রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে হয় বৈঠক । তাতেই সিদ্ধান্ত হয়েছে দেশের অর্থনীতির সুবিধাজনক অবস্থান বজায় রাখতে রেপো রেট (যে হারে ব্যাঙ্কগুলিকে ঝণ দেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক) 25 বেসিস পয়েন্ট কমানো হবে ৷ ফলে রেপো রেট কমে হল 5.15 শতাংশ ৷ চলতি বছরে মোট পাঁচবারে 135 বেসিস পয়েন্ট বা 1.35 শতাংশ কমানো হল রেপো রেট ৷

এই নিয়ে টানা পঞ্চমবার রেপো রেট কমাল RBI। 5.15 শতাংশের চেয়ে কম রেপো রেট ছিল 2009 সালে ৷ ওইসময় রেপো রেট ছিল 5 শতাংশ ৷ আগেই অর্থনীতিবিদরা আঁচ করেছিলেন, ধীর গতির অর্থনীতিকে চাঙ্গা করতে রেপো রেট কমানোর নীতিকেই বেছে নিতে পারে রিজ়ার্ভ ব্যাঙ্ক । তাঁরা জানিয়েছিলেন, 25 বেসিস পয়েন্ট রেপো রেট কমাতে পারে রিজ়ার্ভ ব্যাঙ্ক ।

বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার কারণেই পর পর বেশ কয়েকবার রেপো রেট কমানো হয়েছিল । মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন RBI গভর্নর ৷ সেই সঙ্গে তিনি আরও জানান, সর্বসম্মতিক্রমেই কমানো হয়েছে রেপো রেট ৷

ABOUT THE AUTHOR

...view details