দিল্লি, 4 অক্টোবর : মধ্যবিত্তের জন্য সুখবর ৷ সাধারণ মানুষের মনে আশা জাগিয়ে টানা পঞ্চমবার রেপো রেট কমাল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI) ৷ এর ফলে ঋণে সুদের হার ও বিশেষ করে গৃহঋণের ক্ষেত্রে EMI-এর বোঝার পরিমাণও কমবে ৷
দ্বিমাসিক নীতি ঠিক করতে আজ বৈঠকে বসেছিল রিজ়ার্ভ ব্যাঙ্কের 6 সদস্যের মনিটারি পলিসি কমিটি (MPC) । রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে হয় বৈঠক । তাতেই সিদ্ধান্ত হয়েছে দেশের অর্থনীতির সুবিধাজনক অবস্থান বজায় রাখতে রেপো রেট (যে হারে ব্যাঙ্কগুলিকে ঝণ দেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক) 25 বেসিস পয়েন্ট কমানো হবে ৷ ফলে রেপো রেট কমে হল 5.15 শতাংশ ৷ চলতি বছরে মোট পাঁচবারে 135 বেসিস পয়েন্ট বা 1.35 শতাংশ কমানো হল রেপো রেট ৷