মুম্বই, 6 অগাস্ট: নতুন দ্বি-মাসিক আর্থিক নীতিতে বেশিরভাগ রেটই অপরিবর্তিত রাখা হয়েছে। আজ RBI গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে 6 সদস্যের মানিটারি পলিসি কমিটি বা MPC জানিয়েছে, এবার অপরিবর্তিতই থাকছে রেপো রেট। আগের বারের মতো 4 শতাংশই রাখা হয়েছে রেপো রেট।
রেপো রেটের পাশাপাশি রিজ়ার্ভ রেপো রেটও অপরিবর্তিত রাখা হয়েছে । অর্থাৎ 3.35 শতাংশই থাকছে রিজ়ার্ভ রেপো রেট। এছাড়াও ব্যাঙ্ক রেট ও মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেটও আগের মতোই 4.25 শতাংশ রাখা হয়েছে।