দিল্লি, 26 অগাস্ট : "আমি কয়েক মাস আগে যে আশঙ্কা প্রকাশ করেছিলাম, RBI সেটাই নিশ্চিত করল ৷ " আজ ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে টুইট কংগ্রেস নেতা রাহুল গান্ধির ৷
আর্থিকভাবে দেশকে চাঙ্গা করতে কোরোনা প্যানডেমিক পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কী পদক্ষেপ করা উচিত টুইটে তিনি সেটাও উল্লেখ করেন ৷ লেখেন, " এই পরিস্থিতিতে সরকারের উচিত ধার কম নেওয়া এবং খরচ বেশি করা ৷ শিল্পপতিদের উপর করের বোঝা চাপানো বন্ধ করা ৷ গরিব মানুষের হাতে যাতে টাকার জোগান দেওয়া যায় সেই ব্যবস্থা করা ৷ ব্যয়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা ৷" পাশাপাশি কটাক্ষ করে লেখেন, "মিডিয়ার সাহায্যে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টা দেশের গরিবদের সাহায্য করবে না ৷"