পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম, RBI সেটাই বলছে : রাহুল গান্ধি - কোরোনা পরিস্থিতিতে দেশের আর্থিক অবস্থা

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে ফের টুইট কংগ্রেস নেতা রাহুল গান্ধির ৷ আর্থিকভাবে দেশকে চাঙ্গা করতে কোরোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কী পদক্ষেপ করা উচিত, টুইটবার্তায় তার উল্লেখ করেন তিনি ৷

Rahul Gandhi
রাহুল গান্ধি

By

Published : Aug 26, 2020, 3:16 PM IST

দিল্লি, 26 অগাস্ট : "আমি কয়েক মাস আগে যে আশঙ্কা প্রকাশ করেছিলাম, RBI সেটাই নিশ্চিত করল ৷ " আজ ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে টুইট কংগ্রেস নেতা রাহুল গান্ধির ৷

আর্থিকভাবে দেশকে চাঙ্গা করতে কোরোনা প্যানডেমিক পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কী পদক্ষেপ করা উচিত টুইটে তিনি সেটাও উল্লেখ করেন ৷ লেখেন, " এই পরিস্থিতিতে সরকারের উচিত ধার কম নেওয়া এবং খরচ বেশি করা ৷ শিল্পপতিদের উপর করের বোঝা চাপানো বন্ধ করা ৷ গরিব মানুষের হাতে যাতে টাকার জোগান দেওয়া যায় সেই ব্যবস্থা করা ৷ ব্যয়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা ৷" পাশাপাশি কটাক্ষ করে লেখেন, "মিডিয়ার সাহায্যে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টা দেশের গরিবদের সাহায্য করবে না ৷"

রাহুল গান্ধির টুইট

সেপ্টেম্বর পর্যন্ত দেশের আর্থিক গতি স্লথ থাকবে, গতকাল আশঙ্কা প্রকাশ করা হয় RBI-এর তরফে ৷ বার্ষিক রিপোর্টে জানানো হয়, দেশে কোরোনা সংক্রমণ ক্রমাগত বাড়ছে ৷ তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে ৷ বিশ্বে 200টির বেশি দেশ কোরোনা সংক্রমণের প্রভাব পড়েছে ৷ প্যানডেমিকের জেরে সেই সমস্ত দেশে অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে ৷

এর আগে লকডাউন, দেশের কোরোনা পরিস্থিতি, লাদাখে ভারত-নেপাল সীমান্ত ইশু ইত্যাদি একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেছে রাহুল গান্ধিকে ৷ এবার দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে RBI-এর প্রকাশিত বার্ষিক রিপোর্ট তুলে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা ৷

ABOUT THE AUTHOR

...view details