দিল্লি, 2 জুন : দেশের বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদন ক্ষেত্রকে উজ্জীবিত করতে আজ কয়েকটি প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ । তিনি জানিয়েছেন, এই প্রকল্পগুলির বাস্তবায়নের মাধ্যমে বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদনের মাত্রা বাড়বে । পাশাপাশি সামগ্রিক ক্ষেত্রের উন্নয়ন ঘটানো যাবে ।
বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদন ক্ষেত্রকে চাঙ্গা করতে প্রকল্পের ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদন ক্ষেত্রকে মজবুত করার লক্ষ্য়ে আজ তিনটি প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ । এই তিনটি প্রকল্প হল প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম, কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম এবং ক্লাস্টার স্কিম ।
আজ মোট তিনটি প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী । এই তিনটি প্রকল্প হল, প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম, কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম এবং ক্লাস্টার স্কিম । এই প্রকল্প প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, "প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমের লক্ষ্য হল বৈদ্যুতিন সরঞ্জাম প্রস্তুতকারীদের বিশেষভাবে সাহায্য করে উৎপাদন মাত্রা বাড়ানো । কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম এবং ক্লাস্টার স্কিমের লক্ষ্য হল সামগ্রিক ক্ষেত্রের উন্নয়ন ঘটানো ।"
বর্তমানে দেশের বৈদ্যুতিন সরঞ্জামের উৎপাদন মূল্য বৃদ্ধি প্রসঙ্গে রবিশংকর প্রসাদের বক্তব্য, "2014 সালে দেশে বৈদ্যুতিন সরঞ্জামের উৎপাদন মূল্য ছিল 1,90,366 কোটি টাকা । আজ তা বেড়ে দাঁড়িয়েছে 4,58,000 কোটি টাকা । 2012 সালে বৈদ্যুতিন সরঞ্জাম ব্যবসার ক্ষেত্রে বিশ্ববাজারে ভারতের শেয়ার ছিল 1.3 শতাংশ । 2018 সালে তা বেড়ে দাঁড়ায় 3 শতাংশে । এমনকি বর্তমানে উৎপাদন মূল্য রপ্তানি মূল্যকেও ছাড়িয়ে গেছে ।" মোবাইল প্রস্তুতিতে দেশের ইউনিটগুলির ক্রমবৃদ্ধির প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,"মোবাইল প্রস্তুতিতে ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ । মাত্র ২ টি কারখানা থেকে এখন আমাদের দেশে ২০০ টি মোবাইল প্রস্তুত কারখানা তৈরি হয়েছে ।"