নয়াদিল্লি, 28 জানুয়ারি : প্যানডেমিক পরিস্থিতির আগেও অর্থনীতি বেহাল ছিল । করোনার পরে তা আরও তলানিতে এসে ঠেকেছে । কেন্দ্রের সাধারণ বাজেট পেশ করার আগে এইভাবেই মোদি সরকারকে আক্রমণ করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম । বললেন, "বিনিয়োগক্ষেত্রে বড় ধাক্কা আসতে চলেছে । 2020- 21 আর্থিক বছর একটি বিপর্যয়ের মতো ছিল । 2020-21 আর্থিক বছরের বাজেট ভুলে ভরা ছিল ।"
দেশ বর্তমানে যে আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর পথ মোটেও সহজ হবে না বলেই মনে করছেন তিনি । 2018-19 আর্থিক বছরের প্রথম কোয়ার্টার থেকে অর্থনীতি ধাক্কা খেতে শুরু করেছে । এই নিয়ে টানা আটটি কোয়ার্টারে ধাক্কা খেল অর্থনীতি । তবে এই সব নিয়ে কেন্দ্রের উদাসীনতার কথাও তুলে ধরেন বর্ষীয়ান কংগ্রেস নেতা । বললেন, "সরকার এই তথ্যগুলি বা আমাদের কথার উপর কোনও গুরুত্ব দেবে বলে আমরা আশা করছি না ।"