দিল্লি, 27 জানুয়ারি: দিল্লির হিংসা কি সত্যিই দুর্বল করে দিল কৃষক বিক্ষোভকে ? সাধারণতন্ত্র দিবসে লাল কেল্লার ঘটনার পর কৃষক বিক্ষোভ থেকে নিজেদের সমর্থন তুলে নিল দুই কৃষক সংগঠন রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠন ও ভারতীয় কিষান ইউনিউয়ন (ভানু)। দিল্লিতে হিংসার ঘটনার তীব্র নিন্দা করে তারা জানিয়েছে, বিক্ষোভ যেভাবে হচ্ছে, তার সঙ্গে আর তারা থাকতে পারবে না।
দিল্লিতে সাধারণতন্ত্র দিবসে যে হিংসার ঘটনা ঘটেছে তা কৃষক বিক্ষোভকে দুর্বল করবে বলে অনেকেই মন্তব্য করেছিলেন। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করে শান্তি বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন কৃষক নেতারা। এমনকী মঙ্গলবারের ঘটনায় তাঁরা চক্রান্তের কথাও বলেছিলেন। তবে কয়েক ঘণ্টা না-গড়াতেই সেই আশঙ্কা সত্যি হওয়ার ইঙ্গিত মিলল। দিল্লির হিংসার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ থেকে নিজেদের সমর্থন তুলে নিল দুই কৃষক সংগঠন রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠন ও ভারতীয় কিষান ইউনিউন (ভানু)।