পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য রঞ্জন গগৈ - রাষ্ট্রপতি

ranjan gagoi nominated in rajya sabha by president
রঞ্জন গগৈ

By

Published : Mar 16, 2020, 9:19 PM IST

Updated : Mar 16, 2020, 10:40 PM IST

21:14 March 16

গত বছর 17 নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন রঞ্জন গগৈ ৷

দিল্লি, 16 মার্চ : প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-কে রাজ্যসভার সদস্য মনোনীত করলেন রাষ্ট্রপতি ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে আজ বিবৃতি দিয়ে একথা জানানো হয় ৷

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-কে রাজ্যসভার সদস্য মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ আজ স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদের 3-এর 1-এর (ক) ধারায় রঞ্জন গগৈকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করলেন রাষ্ট্রপতি ৷’’

2001 সালে গুয়াহাটি হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হন রঞ্জন গগৈ ৷ 2010 সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে তাঁর স্থানান্তর হয় ৷ 2011 সালে সেখানে মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি ৷ 2018 সালের 3 অক্টোবর সুপ্রিম কোর্টের 46তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন গগৈ ৷

Last Updated : Mar 16, 2020, 10:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details