পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মানবিক রামোজি রাও, সাহায্য তেলুগু ফিল্ম ইন্ড্রাস্ট্রির অসংগঠিত শ্রমিকদের

কোরোনা মোকাবিলায় দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবীর তৈরি কোরোনা ক্রাইসিস চ্যারিটিতে আর্থিক অনুদান দিলেন রামোজি গ্রুপের কর্ণধার রামোজি রাও ৷

Ramoji Rao
রামোজি রাও

By

Published : Apr 19, 2020, 8:02 PM IST

Updated : Apr 19, 2020, 8:40 PM IST

হায়দরাবাদ, 19 এপ্রিল: কোরোনা মোকাবিলায় রামোজি গ্রুপ অব কম্পানিজ়ের চেয়ারম্যান রামোজি রাও 10 কোটি টাকা করে মোট 20 কোটি টাকা দান করেছিলেন তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৷ এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তেলুগু ফিল্ম ইন্ড্রাস্ট্রির অসংগঠিত শ্রমিকদের জন্য ৷ দিলেন 10 লাখ টাকা ৷

কোরোনা ভাইরাসের আক্রমণের ফলে বন্ধ সিনেমার শুটিং ৷ আয় বন্ধ সিনেমা তৈরির সঙ্গে যুক্ত বহু মানুষের ৷ তাঁদের কথা ভেবেই দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী তৈরি করেন কোরোনা ক্রাইসিস চ্যারিটি ৷ এই চ্যারিটিতে জমা পড়া টাকা দিয়ে সাহায্য করা হবে সিনেমা তৈরির সঙ্গে যুক্ত সেইসব শ্রমিকদের, যাদের আয় দৈনিক কাজের ভিত্তিতে নির্ভর করে ৷ দক্ষিণী ইন্ড্রাস্ট্রির বহু অভিনেতা এই তহবিলে অর্থ দান করেন ৷ সাহায্য করেন উষাকিরণ মুভিজের প্রতিষ্ঠাতা রামোজি রাও ৷ তিনি এই তহবিলে 10 লাখ টাকা দান করেন ৷

রামোজি রাওকে ধন্যবাদ জানিয়ে চিরঞ্জীবী টুইটারে লেখেন, ‘‘শ্রী রামোজি রাও কোরোনো ক্রাইসিস চ্যারিটিতে 10 লাখ টাকা দান করেছেন ৷ স্যর, আপনার উদার মনোভাবের জন্য, বিশেষত দৈনিক মজুরিতে কাজ করা ফিল্ম কর্মীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ৷ এই ইন্ড্রাস্টিতে আপনার অবদান অনস্বীকার্য ৷ আপনি একজন লেজেন্ড ৷ ’’

রামোজি রাও বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দুর্গতদের জন্য ৷ কোরোনা মোকাবিলায় ফের একবার পাশে থাকার আশ্বাস দিলেন রামোজি গ্রুপের কর্ণধার ৷ কোরোনো ক্রাইসিস চ্যারিটিতে সাহায্য করেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনও ৷

Last Updated : Apr 19, 2020, 8:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details