আলাপ্পুজহা, (কেরালা), 17 অগাস্ট : কেরালার আলাপ্পুজাহা বিধ্বংসী বন্যাতেও মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে ইনাডু রামোজি গ্রুপের তৈরি করা বিপর্যয়-রোধক বাড়িগুলি ৷ 2018-19 সালে বিধ্বংসী বন্যায় জেলার গৃহহীন মানুষদের পুর্নবাসনের জন্য তেলাঙ্গানার রামোজি গ্রুপ 121টি বাড়ি বানিয়ে দিয়েছিল ৷
‘‘I am for Alappey’’ প্রোগ্রামের অধীনে 2018-এর বন্যায় যারা বাড়ি হারিয়েছিলেন তাদের এই বাড়িগুলি দান করা হয় ৷ তখন এই প্রোগ্রামটির প্রধান ছিলেন সাব কালেক্টর ভি আর কৃষ্ণা তেজা ৷
মাত্র 8 মাসের মধ্যে বাড়িগুলি তৈরি করা হয়েছিল ৷ রামোজি গ্রুপ স্থানটির ভৌগোলিক বৈশিষ্ট্য এবং ভূখণ্ডকে মাথায় রেখে বন্যা প্রতিরোধক বাড়িগুলি তৈরি কার হয়েছিল । বাড়িগুলি বানানোর জন্য বিশেষ ভাসমান ইটের ব্যবহার করা হয় ৷ বন্যার ঝুঁকি কমাতে বাড়ির বেসমেন্টটি স্থল থেকে দেড় মিটার উপরে স্থাপন করা হয় ।
গত বছর ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী বিজয়ন পরিবারগুলিকে 121টি বাড়ির চাবি তুলে দেন ৷ নিচু জমি হলেও রামোজি গ্রুপের তৈরি ও বিতরণ করা বাড়িগুলি চলতি বছরের ভারী বৃষ্টিপাত অবলীলায় সামলে নিয়েছে ৷