অযোধ্যা (উত্তরপ্রদেশ) : শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেআইনিভাবে ছয় লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনায় অযোধ্যা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সাইবার বিশেষ্জ্ঞদের একটি দলকেও ঘটনার তদন্ত করতে বলা হয়েছে ৷
জানা গেছে , লখনউয়ের দু’টি ব্যাঙ্ক থেকে চেকের মাধ্যমে এই টাকা তোলা হয়েছে ৷ ঘটনাটি প্রকাশ্যে আসে যখন তৃতীয়বার 9.86 লাখ টাকা তোলার চেষ্টা করা হয় ৷ এরপরই ব্যাঙ্কের ম্যানেজার ট্রাস্টের সেক্রেটারি চমপাত রাইকে বিষয়টি যাচাই করার জন্য ফোন করেন ৷ কিন্তু চমপাত রাই জানান , তিনি এরকম কোনও চেক অনুমোদন করেননি ৷