পাকুর (ঝাড়খণ্ড), 16 ডিসেম্বর : 4 মাসের মধ্যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে ৷ এমনই জানালেন BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ আজ ঝাড়খণ্ডের পাকুরে নির্বাচনী প্রচারে এসে এই বার্তাই দিলেন তিনি ৷
অমিত শাহ আজ পাকুরের নির্বাচনী প্রচারে এসে বলেন, "সুপ্রিম কোর্ট ইতিমধ্যে মামলার রায় দিয়ে দিয়েছে ৷ মাত্র 4 মাসের মধ্যে আকাশ ছোঁয়া রাম মন্দির তৈরি হবে অযোধ্যায় ৷" রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ হওয়ার এক সপ্তাহের মধ্যেই আজ রাম মন্দিরকে হাতিয়ার করে ভোটের ময়দানে গেরুয়া শিবির ৷ 13 ডিসেম্বর অযোধ্যা জমিজটের রায় পুনর্বিবেচনার আর্জি ইতিমধ্যে খারিজ করেছে সুপ্রিম কোর্ট ৷ পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই আর্জি খারিজ করার সিদ্ধান্ত নিয়েছে ৷
9 নভেম্বর সুপ্রিম কোর্ট এই মামলার ঐতিহাসিক রায়দানের পরই পুনর্বিবেচনার আর্জি জমা পড়েছিল শীর্ষ আদালতে ৷ রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে 18টি আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতের কাছে ৷ আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড । মামলা দায়ের হয়েছিল নির্মোহী আখড়ার তরফেও ৷
আরও পড়ুন : অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
সুপ্রিম কোর্টে বিচারপতির বিশেষ চেম্বারে শুনানি হয় এই পুনর্বিবেচনার আর্জির । সংবাদমাধ্যম বা কোনও সাধারণ মানুষ অংশ নিতে পারেননি এই শুনানিতে ৷ শুনানিতে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত । পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের তরফে জানানো হয়, ''আমরা আর্জি সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখেছি ৷ রায় পুনর্বিবেচনার কোনও অর্থই খুঁজে পাইনি ৷ ''