দিল্লি, 16 অগাস্ট : কাঁটাতারের বেড়া, ধর্মের পৃথক পরিচয় ছাপিয়ে গেল ভাই-বোনের সম্পর্ক । কামার মহসিন শেখ । আদতে পাক বংশোদ্ভূত । কিন্তু, বিবাহসূত্রে বহু বছরে আগেই এসেছেন ভারতে । রাখির আগেই দাদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে মিলেছে তাৎক্ষণিক তিন তালাক রদ আইন । তাই, ভাই-বোনের বন্ধনের দিনেই রাখি বেঁধে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানি বংশোদ্ভূত বোন ৷ উপহারও দিলেন স্বামীর আঁকা ছবি ৷
দু' দশক আগেই মোদির সঙ্গে পরিচয় হয় কামারের । সে সময়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন মোদি । যদিও ভিনধর্মের ভাই-বোনের সম্পর্কে কোনও বাধা হয়নি ।
বৃহস্পতিবারও স্বামীকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে যান প্রধানমন্ত্রীর বাসভবনে ৷ বাঁধেন রাখি ৷ পরে তাৎক্ষণিক তিন তালাক বন্ধে বিল পাশ নিয়ে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ''ধর্মগ্রন্থ কোরান বা ইসলামে তাৎক্ষণিক তিন তালাকের কোনও বিধান নেই । তাই যা হয়েছে খুব ভালো হয়েছে মুসলিম মহিলাদের জন্য । এই দৃঢ় পদক্ষেপ দাদা (প্রধানমন্ত্রী মোদি) ছাড়া আর কেউ করতে পারতেন না । '' তিনি বলেন, এত ব্যস্ত, তাই সময় দিতে পারেন না মোদি ৷ তবে প্রথম আলাপের সময় যেমন বিনয়ী ছিলেন, এখনও তেমনই রয়েছেন মোদি ৷ কোনও পরিবর্তন হয়নি ৷
কামারের কথায়, '' বছরের এই একটা দিনেই ওঁর হাতে রাখি পরাতে পারি । আমি খুব খুশি । প্রার্থনা করি যেন আগামী পাঁচ বছর দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন উনি । গোটা বিশ্ব যেন ওঁর সাহসী পদক্ষেপের পাশে থাকে , বুঝতে পারে ওঁকে ।"