পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ রাজ্যসভায় - jaummu and kashmir

জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হল রাজ্যসভায় ।

By

Published : Aug 5, 2019, 7:05 PM IST

Updated : Aug 5, 2019, 11:43 PM IST

দিল্লি, 5 অগাস্ট : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হল রাজ্যসভায় । জম্মু ও কাশ্মীরকে ভেঙে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয়েছে বিলটিতে । বিলটি পাশ হয় রাজ্যসভায় । বিলের পক্ষে ভোট পড়ে 125টি । বিপক্ষে 61 । বিলটি আইনে পরিণত হলে জম্মু ও কাশ্মীর ও লাদাখ - দু'টি জায়গাতেই থাকবেন লেফটেনন্ট গভর্নর ৷

এই সিদ্ধান্তে সরকার সমর্থন পেয়েছে, মায়াবতীর BSP, নবীন পট্টনায়েকের BJD, অরবিন্দ কেজরিওয়ালের AAP, জগনমোহন রেড্ডির YSR কংগ্রেস, AIADMK, শিবসেনা, TRS ও TDP-র ।

আরও পড়ুন : সতর্কতামূলক ব্যবস্থা, আটক মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা

আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করতে গিয়ে বলেন, "লাদাখ ডিভিশনে বহু মানুষ বাস করেন । তাঁরা খুব দুর্গম জায়গায় বসবাস করেন । তাঁদের অনেক দিনের দাবি, যাতে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় । তাই লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে, সেখানে কোনও বিধানসভা থাকবে না ।" তিনি আরও বলেন, "উন্নয়নের জন্যই লাদাখ ও কাশ্মীরের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷"

আজ অধিবেশন শুরু হতেই জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার নিয়ে রাষ্ট্রপতির নির্দেশনামা রাজ্যসভায় পড়ে শোনান শাহ ৷ তখন বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ রাজ্যসভাজুড়ে শুরু হয় তুমুল হই-হট্টগোল ৷ এরই মাঝে জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এতে লাদাখ ও জম্মু-কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার কথা বলা হয় ৷

আরও পড়ুন : রাজ্যসভায় পাশ জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল

জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হওয়ার কিছুক্ষণ আগেই রাজ্যসভায় পাশ হয় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (দ্বিতীয় সংশোধনী) বিলটি । বিলে আর্থিকভাবে পিছিয়ে পড়া কাশ্মীরিদের জন্য শিক্ষা এবং চাকরিতে 10 শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে । জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমানা সংলগ্ন এলাকায় বসবাসকারীদের সুবিধা দিতেই এই পদক্ষেপ বলে জানায় সরকার ।

Last Updated : Aug 5, 2019, 11:43 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details