দিল্লি, 21 সেপ্টেম্বর : "বিতর্কিত" কৃষি বিলের বিরোধিতায় গতকাল রাজ্যসভার ওয়েলে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন ডেরেক ও'ব্রায়েন-সহ বেশ কয়েকজন সাংসদ । রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু এই ঘটনার জেরে ডেরেক ও'ব্রায়েন-সহ আট সাংসদকে রাজ্যসভার অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন ৷ সাতদিনের জন্য সাসপেন্ড করা হয় সাংসদদের । আর এই ঘটনার জেরেই বেজায় চটেছে বিরোধীরা । রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংয়ের বিরুদ্ধে তোপ দাগে কংগ্রেস । প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশমতো রাজ্যসভা পরিচালনা করছেন ডেপুটি চেয়ারম্যান । অভিযোগ কংগ্রেস শিবিরের ।
গতকাল 12 টি বিরোধী দলের তরফে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে । কৃষি সংক্রান্ত দু'টি বিল পাশ করানোর ক্ষেত্রে ভোটাভুটির আবেদনকে তিনি গুরুত্ব দেননি বলে অভিযোগ বিরোধীদের । যদিও সেই অনাস্থা প্রস্তাব “সঠিক পদ্ধতি মেনে করা হয়নি” বলে আজ খারিজ করে দিয়েছেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু ।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি বলেন, “সংসদীয় ব্যবস্থার নিয়ম অনুযায়ী, আমরা ভোটাভুটির জন্য আবেদন করতে পারি । প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশ মতো রাজ্যসভার অধিবেশনকক্ষ চালানো হচ্ছে । রাজ্যসভার নবনির্বাচিত ডেপুটি চেয়ারম্যানের সরকারের প্রতি কিছু বাধ্যবাধকতা রয়েছে । তিনি বিরোধী দলগুলির কণ্ঠরোধ করার চেষ্টা করছেন ।”
তিনি আরও বলেন, “ যদি এটি সত্যি প্রমাণিত হয় যে ডেপুটি চেয়ারম্যান পক্ষপাতমূলক আচারণ করছেন, তবে আমাদের যা করার আমরা করব । এটা আমাদের সংসদীয় অধিকার ও গণতান্ত্রিক ব্য়বস্থার মধ্যেই রয়েছে । সাংসদদের যেভাবে সাসপেন্ড করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই ।”