পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

14 সেপ্টেম্বর রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন নির্বাচন

নির্বাচন হবে ওইদিন দুপুর 3 টে নাগাদ । যার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 11 সেপ্টেম্বর । সরকার বা বিরোধী কারও থেকেই এখনও কোনও প্রার্থীর নাম প্রকাশ্যে আসেনি ।

ছবি
ছবি

By

Published : Sep 7, 2020, 9:55 PM IST

দিল্লি, 7 সেপ্টেম্বর : হরিবংশ নারায়ণ সিংয়ের অবসরের পর খালিই রয়েছে রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সনের পদটি । এই পদের জন্য আগামী সোমবার (14 সেপ্টেম্বর) নির্বাচন হবে বলে জানানো হল সংসদের বর্ষাকালীন অধিবেশনে ।

রাজ্যসভার সেক্রেটারি জেনেরাল এসংক্রান্ত একটি নির্দেশিকা দিয়ে জানিয়েছেন, রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কনডাক্ট অফ বিজ়নেস অফ কাউন্সিল অফ স্টেটসের 7 নম্বর নিয়ম অনুযায়ী ডেপুটি-চেয়ারম্যান পদে নির্বাচনের তারিখ হিসেবে 14 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে ।

জানা গেছে, নির্বাচন হবে ওইদিন দুপুর 3 টে নাগাদ । যার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 11 সেপ্টেম্বর । এক্ষেত্রে BJP বা NDA-র তরফে কাকে নির্বাচন করা হচ্ছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি । কংগ্রেস বা UPA-র তরফেও কিছু প্রকাশ্যে আনা হয়নি । সূত্রের খবর, বুধবার এবিষয়ে কংগ্রেসের বৈঠকে আলোচনা হবে ।

ABOUT THE AUTHOR

...view details