দিল্লি, 1 জুলাই : লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হল জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দুটি বিল । আজ রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত বিল ও জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল, 2019 পেশ হয় রাজ্যসভায় । তৃণমূল সহ একাধিক বিরোধী দল এই দুটি বিলে সমর্থন জানায় । ফলে রাজ্যসভাতেও সহজেই পাশ হয় দুটি বিল ।
সেইসঙ্গে আজ রাজ্যসভায় দাঁড়িয়ে বিচ্ছিন্নতাবাদীদের কড়া হুঁশিয়ারি দেন অমিত শাহ । কাশ্মীরে শান্তি ফেরাতে তুলে ধরেন অটলবিহারী বাজপেয়ির মন্তব্য । বলেন, "অটলজি কাশ্মীর সমস্যা সমাধানের জন্য জামুরিয়াত (গণতন্ত্র), ইনসানিয়াত (মানবতা), কাশ্মীরিয়াত-এর কথা বলেছিলেন । আমি বলতে চাই, মোদি সরকারও এই ভাবনা রেখেই কাজ করছে । তবে, যারা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে তাদের ছেড়ে দেওয়া হবে না । ওদের ভাষাতেই জবাব দেওয়া হবে ।"