পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজনাথের রাশিয়া সফর ভারতকে দ্রুত এস-400 মিজ়াইল পেতে সাহায্য করবে ? - ভ্লাদিমির পুতিন

ভারত-চিন সীমান্ত টানাপোড়েনের মাঝে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনদিনের মস্কো সফরে রাশিয়ার তরফ থেকে এস-400 ট্রায়ামফ মিজ়াইল সিস্টেম দ্রুত ভারতে সরবরাহ করার উপর জোর দিতে পারেন।

Rajnath Singhs Russia visit may get India the S-400 missile system early
Rajnath Singhs Russia visit may get India the S-400 missile system early

By

Published : Jun 24, 2020, 12:14 PM IST

দিল্লি, 24 জুন : তিনদিনের সফরে রাশিয়া গেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । বর্তমান ভারত-চিন উত্তপ্ত পরিস্থিতি মাথায় রেখে তাঁর এই সফরে মস্কো থেকে এস-400 ট্রায়ামফ দীর্ঘ পরিসীমার ভূমি থেকে বায়ু মিজ়াইল সিস্টেম দ্রুত অর্জন করার উপর বিশেষ জোর দেওয়া হতে পারে।

2018 সালে নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে 5.4 বিলিয়ন ডলারের মিজ়াইল চুক্তি স্বাক্ষর করা হয়।

2018 সালের জানুয়ারিতে CAATSA আইন কার্যকর হওয়ার পর প্রতিপক্ষদের প্রতিহত করতে এই আইনকে হাতিয়ার করে রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সংস্থাগুলির সঙ্গে ব্যবসা করা দেশগুলিকে লক্ষ্য করে অ্যামেরিকার প্রশাসন। এরপরই এস-400 ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। অ্যামেরিকার একদল সেনেটর রাশিয়ার বিরুদ্ধে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ এবং ইউক্রেন ও সিরিয়ার যুদ্ধে মস্কোর ক্রমাগত জড়িত থাকার অভিযোগ আনে।

এই প্রতিরক্ষা সিস্টেমটি যদিও 2020 সালের অক্টোবর থেকে 2023 সালের এপ্রিলের মধ্যে ভারতে পাঠানোর কথা থাকলেও এই বছর নয়াদিল্লিতে অবস্থিত রাশিয়ান দূতাবাসের তরফ থেকে জানানো হয়, সারাবিশ্বে সিস্টেমটির চুক্তি 16 বিলিয়ন অতিক্রম হয়ে যাওয়ায় 2025 সাল অবধি সরবরাহ বিলম্বিত হবে।

লাদাখে সীমান্ত নিয়ে ভারত বনাম চিনের টানাপোড়েনে 20 জন ভারতীয় সেনা প্রাণ হারানোর ঘটনার পর নয়াদিল্লির তরফ থেকে যত দ্রুত সম্ভব এই সিস্টেম পাওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যেই রাশিয়া থেকে চিনে এই সিস্টেম সরবরাহ করা হয়েছে।

সোমবার মস্কো যাওয়ার আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে বলেন, " এই সফর ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক ও কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি সম্পর্কে কথা বলার সুযোগ করে দেবে। "

রিপোর্ট অনুযায়ী, যেহেতু চিনের কাছে ইতিমধ্যেই এস-400 মিজ়াইল সিস্টেম রয়েছে । তাই ভারতের কাছে তা বিশেষ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাজনাথ সিং বুধবার মস্কোয় 75তম দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবসের প্যারেডে ভারতের প্রতিনিধিত্ব করবেন। সেখানেই তিনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এই বৈঠকে এস-400 মিজ়াইল ইশু নিয়ে আলোচনা হতে পারে। চিনের সঙ্গে সীমান্ত নিয়ে সমস্যায় ভারতের কাছে এই চুক্তি বর্তমানে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স এক্সপার্ট নীতিন এ গোখলে ETV ভারতকে জানান, " প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মস্কো সফরের প্রধান লক্ষ্য হল রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে এস-400 বায়ু প্রতিরক্ষা মিজ়াইল সিস্টেমের সরবরাহ দ্রুতগতি করা। "

ভারতকে গুরুত্ব দিয়ে রাজনাথ সিং রাশিয়াকে 2021 সালের মধ্যে কমপক্ষে দুটি মিসাইল সিস্টেম পাঠানোর অনুরোধ করতে পারেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই চুক্তি অনুযায়ী রাশিয়া ভারতকে পাঁচটি মিজ়াইল সিস্টেম পাঠাবে এবং নয়াদিল্লির তরফ থেকে ইতিমধ্যেই পাওনা টাকার অধিকাংশই মিটিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদনটি লিখেছেন আরুণিম ভুয়ান।

ABOUT THE AUTHOR

...view details