পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সেনার মনোবল আরও বাড়ল, লাদাখ সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ রাজনাথের - প্রধানমন্ত্রীকে ধন্যবাদ রাজনাথ সিংয়ের

লাদাখ সফরে যান প্রধানমন্ত্রী ৷ কথা বলেন জওয়ানদের সঙ্গে ৷ আর তাঁর এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

Rajnath Singh
রাজনাথ সিং

By

Published : Jul 4, 2020, 1:02 AM IST

দিল্লি , 3 জুলাই : সপ্তাহ দু'য়েক আগে লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে শহিদ হয়েছিলেন 20 জন ভারতীয় জওয়ান ৷ এই পরিস্থিতিতে আজ লাদাখের লেহ-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আকস্মিক সফর সেনার মনোবল বাড়াতে সাহায্য করবে ৷ মত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ৷ এই সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷

এই প্রসঙ্গে আজ একটি টুইট করেন রাজনাথ সিং ৷ টুইটে তিনি লেখেন, "জওয়ানদের জন্য দেশের সীমান্তগুলি সুরক্ষিত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ লাদাখ সফরে গিয়ে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের উৎসাহ দেন ৷ যা সেনার মনোবল আরও বাড়িয়ে দিল ৷ আমি প্রধানমন্ত্রীর পদক্ষেপের প্রশংসা করি এবং এর জন্য তাঁকে ধন্যবাদ জানাই ৷ "

আজ ভোর নাগাদ লেহ-র নিমুতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 1100 ফুট উচ্চতায় জখম জওয়ানদের সঙ্গে দেখা করেন তিনি । তাঁদের সঙ্গে কথা বলেন । বায়ুসেনা, ITBP-র জওয়ানদের সঙ্গে কথাও বলেন তিনি । সফরে তাঁর সঙ্গে ছিলেন সেনাপ্রধান এম এম নারাভানে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ৷

আজ লাদাখ যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের । তাঁর সঙ্গে সেনাপ্রধানেরও যাওয়ার কথা ছিল । শেষ মুহূর্তে তা স্থগিত হয় ৷

15 জুন লাদাখের গালওয়ান ভ্যালিতে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন ৷ এরপর থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সেনার মধ্যে আলোচনা চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details