হায়দরাবাদ, 3 অগাস্ট : পাকিস্তানের মিজ়াইলের নাম নিয়ে কটাক্ষ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ আজ হায়দরাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমাদের প্রতিবেশী দেশের মিজ়াইলের নামগুলি দেখুন ৷ বাবর, ঘোরি, ঘজ়নাবি ৷ এই নামগুলির থেকেই বোঝা যায় যে পাকিস্তান হিংসাত্মক মনোভাব নিয়ে চলে ৷"
পাকিস্তানের হিংসাত্মক মনোভাব তাদের মিজ়াইলের নামে ফুটে ওঠে : রাজনাথ - india
আজ হায়দরাবাদে পাকিস্তানের মিজ়াইলের নাম নিয়ে কটাক্ষ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷
মিজ়াইল প্রযুক্তির বিষয়ে ভারতের মনোভাব বোঝাতে তিনি বলেন, "মিজ়াইলের মাধ্যমে দেশের মানুষ প্রযুক্তিগত অগ্রগতি দেখতে চায় ৷ ভারতে প্রতিরক্ষা বাহিনী অন্য দেশের উপর আক্রমণ চালানোর জন্য নয় বরং আঞ্চলিক ও মহাদেশীয় স্তরে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে ৷ আমাদের দেশে মিজ়াইলগুলির নাম পৃথ্বী, আকাশ, অগ্নি, ত্রিশুল, ব্রহ্মমোস । আমাদের প্রতিরক্ষা বাহিনীর জওয়ানরা ভারসাম্য ও ধৈর্যের প্রতিচ্ছবি ৷ তবে প্রয়োজনে তারা শত্রুপক্ষকে ধ্বংস করার ক্ষমতাও রাখে ৷"
পাশাপাশি আজ রাজনাথ সিং জঙ্গি কার্যকলাপের ক্ষেত্রে হুঁশিয়ারির সুরে বলেন, "সন্ত্রাসবাদ রুখতে আমরা জ়িরো টলারেন্সে বিশ্বাস করি ।" কাশ্মীরে বায়ুসেনা ও স্থলসেনাকে চূড়ান্ত সতর্কবার্তা পাঠায় কেন্দ্র । সেই বার্তা পেয়ে উপত্যকায় টহলদারি শুরু করেছে বায়ুসেনার যুদ্ধবিমান । নিরাপত্তা বিঘ্নিত হওয়ার গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরই অমরনাথ যাত্রী ও অন্য পর্যটকদের সরে যাওয়ার পরামর্শ দেয় প্রশাসন । এই সবের মধ্যে রাজনাথের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।