পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিন নিয়ে অবস্থান কী? আজ সংসদে জানাবেন রাজনাথ সিং - লোকসভা

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের অবস্থান কী? চিনের প্রতি দিল্লির কী বার্তা? সংসদে আজ এই বিষয়গুলির উত্থাপন হতে পারে বলে মনে করা হচ্ছে ।

rajnath singh to address parliament on lac china issue
সংসদে আজ চিন নিয়ে বলতে পারেন রাজনাথ সিং

By

Published : Sep 15, 2020, 7:06 AM IST

দিল্লি, 15 সেপ্টেম্বর : সংসদের বাদল অধিবেশনে আজ চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনা নিয়ে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । গতকাল থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে । আজ দুপুর তিনটে পর্যন্ত অধিবেশন মুলতুবি রয়েছে । আশা করা হচ্ছে, আজ ফের অধিবেশন শুরু হলে চিন সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখতে পারেন রাজনাথ সিং ।

জুন মাসে লাদাখের গালওয়ানে চিনের সঙ্গে সংঘর্ষের পর থেকে কেন্দ্রের পদক্ষেপ নিয়ে সরব হয়েছে বিরোধীরা । কংগ্রেসের তরফে বারবার মোদি সরকারকে এই বিষয়ে আক্রমণ করা হয়েছে । মনে করা হচ্ছে সংসদের বাদল অধিবেশনে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্ত সমস্যা নিয়ে বিরোধীরা ফের সরব হতে পারে । এই অবস্থায় আজ অধিবেশনের শুরুতে বক্তব্য রাখতে পারেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । গতকাল সংসদের বিজ়নেস অ্যাডভাইজ়রি কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপিত হয় । এই বিষয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রল্হাদ যোশি বলেন, "বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এর জন্য কৌশলগত অবস্থান প্রয়োজন । কেন্দ্র এই বিষয়ে সিদ্ধান্ত নেবে । আজ অর্থাৎ মঙ্গলবার বৈঠক করে এই বিষয়ে জানানো হবে ।"

লাদাখের প্যাংগং লেক ও অন্যান্য স্থানে গত এপ্রিল মাস থেকে চিনা সেনার চোখ রাঙানি বৃদ্ধি পেয়েছে । যা নিয়ে অস্বস্তিতে কেন্দ্র । 15 জুন গালওয়ানে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পর মোদি সরকারকে কোণঠাসা করতে ছাড়েনি বিরোধীরা । যদিও চিনকে বরদাস্ত না করার বার্তা বারবার দিয়ে আসছে কেন্দ্রীয় সরকার । সম্প্রতি মস্কোয় চিনা প্রতিরক্ষা মন্ত্রী জেনেরাল ওয়েই ফেংহের সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং । এমনকী চিনের "ভারত-ই লাদাখ সীমান্তে উত্তেজনার জন্য দায়ী এবং সেখানে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না"- দাবির পর কড়া বার্তা দেয় দিল্লি । কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী টুইটারে লেখেন, "প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) শান্তি বজায় রাখতে একমাত্র পথ দুই দেশের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া । ভারত-চিনের কূটনৈতিক ও সেনা দুই পর্যায়ের আলোচনাই শান্তি ফেরাতে পারে ।" পাশাপাশি কেন্দ্রীয় সরকার জানায়, চিনের উসকানিমূলক পদক্ষেপের পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনা । লাদাখে নিজেদের অবস্থান সুরক্ষিত রেখেছে বীর জওয়ানরা ।

কিন্তু প্রতিবার লাদাখে পিপলস লিবারেশন আর্মি (PLA)-র সেনাদের উপস্থিতির প্রমাণ পাওয়ার পর টুইটারে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে সত্যিটা দেশবাসীকে জানানোর দাবি করেন তিনি । 15 জুনের সংঘর্ষের পর লাদাখে ভারতীয় জওয়ানদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাতে অবশ্য বিরোধীরা সন্তুষ্ট নয় । সর্বদলীয় বৈঠকে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধি লাদাখ নিয়ে কেন্দ্রের অবস্থান সম্পর্কে সমালোচনা করেন । এই পরিস্থিতিতে চিন নিয়ে নিজেদের অবস্থান সম্পর্কে সংসদে কেন্দ্র কী বক্তব্য রাখতে চলেছে, সেদিকে নজর থাকবে গোটা দেশের ।

ABOUT THE AUTHOR

...view details