পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ সিয়াচেন যাচ্ছেন রাজনাথ, খতিয়ে দেখবেন প্রতিরক্ষা ব্যবস্থা - indian army

বিশ্বের সর্বোচ্চ এই যুদ্ধক্ষেত্র সিয়াচেনে যাচ্ছেন রাজনাথ সিং । সাখনে কর্তব্যরত জওয়ানদের সঙ্গে দেখা করবেন রাজনাথ ।

সিয়াচেনে যাচ্ছেন রাজনাথ সিং

By

Published : Jun 3, 2019, 9:25 AM IST

দিল্লি, 3 জুন : প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ সিয়াচেনে যাচ্ছেন রাজনাথ সিং । সমুদ্রতল থেকে সিয়াচেনের উচ্চতা 18875 ফিট । বিশ্বের সর্বোচ্চ এই যুদ্ধক্ষেত্রে কর্তব্যরত জওয়ানদের সঙ্গে দেখা করবেন রাজনাথ । পাশাপাশি সিয়াচেন সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থাও খতিয়ে দেখবেন রাজনাথ । আজ এক টুইট করে রাজনাথ নিজেই এই কথা জানান ।

সিয়াচেন যাচ্ছেন রাজনাথ সিং

সিয়াচেন হিমবাহে পাকিস্তান সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি দিকগুলি তুলে ধরা হবে রাজনাথের কাছে । প্রবল ঠান্ডায় ও চরম প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনী কীভাবে কাজ করে, বায়ুসেনা সেই কাজে কীভাবে সাহায্য করে, সবটাই সরজমিনে দেখবেন প্রতিরক্ষামন্ত্রী । গোটা বিষয়টি নিয়ে আর্মি কমান্ডার লেফটেনন্ট জেনেরাল রণবীর সিং, কার্গিল যুদ্ধের নায়ক লেফটেনন্ট জেনেরাল ও আই কে জোশী রাজনাথকে ব্রিফ করবেন বলে জানা গেছে ।

1984 সালে অপারেশন মেঘদূতের পর থেকেই সিয়েচেন হিমবাহে মোতায়েন রয়েছে ভারতীয় সেনা । মাইনাস 60 ডিগ্রি সেলসিয়াসে ভারতীয় সেনা ওই এলাকায় সারা বছর সীমান্ত পাহারা দেয় । UPA সরকার থাকাকালীন ওই অঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল । কিন্তু সেনার পক্ষে ওখানে সেনা ছাউনি রেখে দেওয়ার ব্যাপারে জোর দেওয়া হয় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details