আম্বালা, 10 সেপ্টেম্বর : ভারত-চিন সম্পর্কের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই ভারতীয় বায়ুসেনার অংশ হল 5টি রাফাল যুদ্ধবিমান । আজ আম্বালা বিমানঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয় ফ্রান্স থেকে আনা 5টি যুদ্ধবিমানকে । অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লসহ দেশের সেনা আধিকারিকরা ।
রীতি মেনেই পুজো করিয়ে বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনায় যুক্ত করা হয় রাফালকে। এছাড়াও এই উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল । তাতে অংশ নেয়- রাফাল, জাগুয়ার, সুখোই-30, তেজস যুদ্ধবিমান এবং এমআই-17 ও ধ্রুব কপ্টার । অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াত, ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভদৌরিয়া এবং প্রতিরক্ষা সচিব অজয় কুমার, ফ্রান্সের বিমানবাহিনীর উপপ্রধান এরিক অ্যাটলে এবং রাফাল নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশনের প্রতিনিধিরা ।