দিল্লি, 30 জানুয়ারি : জল্পনার ইতি ৷ দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিলেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, উত্তর পাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও প্রাক্তন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় ৷ গেরুয়া শিবিরে যোগ দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষও ।
গতকালই বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ রবিবার হাওড়ার ডুমুরজলাতে সভা করার কথা ছিল বিজেপির চাণক্যের ৷ সেই সভাতেই বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীয় বন্দ্যোপাধ্যায় সহ অন্য তৃণমূল নেতাদের ৷
আরও পড়ুন : মমতা অসহায় ! বিস্ফোরক রুদ্র
কিন্তু বাধ সাধে দিল্লির ইজ়রায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ ৷ দেশের প্রতিরক্ষার কথা মাথায় রেখে দু’দিনের পশ্চিমবঙ্গ সফর বাতিল করেন অমিত শাহ ৷ ফলে বাধ্য হয়ে ডুমুরজলার সভায় এই নেতাদের যোগদানের বিষয়টি স্থগিত হয়ে যায় ৷