পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শেষ জিজ্ঞাসাবাদ, আজ কলকাতায় ফিরছেন রাজীব কুমার - shilong

শেষ হল রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ। আজ তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ পর CBI ছেড়ে দেয় তাঁকে। আজ বিকেলেই কলকাতা ফিরছেনতিনি।

রাজীব কুমার

By

Published : Feb 13, 2019, 1:20 PM IST

শিলং, ১৩ ফেব্রুয়ারি : শেষ হল রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ। আজ তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ পর CBI ছেড়ে দেয় তাঁকে। আজ বিকেলে কলকাতা ফিরছেন তিনি। শনিবার থেকে টানা পাঁচদিন ধরে চলেছে জিজ্ঞাসাবাদ। অন্য দিনের তুলনায় আজ অনেক কম সময় CBI দপ্তরে থাকতে হয় রাজীব কুমারকে।

আজ জিজ্ঞাসাবাদ শেষে CBI দপ্তর থেকে প্রথমে বেরিয়ে যান দুই CBI আধিকারিক। তারপর বেরিয়ে আসেন রাজীব কুমার। চিটফান্ড তদন্তে CBI-কে সহযোগিতা করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিরপেক্ষ জায়গায় CBI-র মুখোমুখি হতে বলে। তারপর শনিবার থেকে শিলঙে CBI-র দপ্তরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় রাজীব কুমারকে।

সারদা চিটফান্ডে অভিযুক্ত তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার ও সোমবার রাজীব কুমার এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন CBI আধিকারিকরা। কুণাল ঘোষকে আর জিজ্ঞাসাবাদ করা হবে না বলে জানিয়ে দেয় CBI। গতকাল বিকেলে কলকাতা ফিরে এসেছেন তিনি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details