পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তীব্র তাপপ্রবাহ, রাজস্থানে সর্বোচ্চ তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস - সর্বোচ্চ তাপমাত্রা

চুরু জেলার তাপমাত্রা আজ ছিল 50 ডিগ্রি সেলসিয়াস । গত 10 বছরে মে মাসে চুরু জেলাতে এটি দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা । ভারতের মেটেরোলজিকাল ডিপার্টমেন্টের (IMD) পূর্বাভাস অনুযায়ী, উত্তর ভারতের বেশ কয়েকটি জায়গাতেও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে । আজ রাজস্থানের পরই দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিল্লিতে । সেখানের তাপমাত্রা 47.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ।

রাজস্থানে সর্বোচ্চ তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস
রাজস্থানে সর্বোচ্চ তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস

By

Published : May 26, 2020, 10:47 PM IST

চুরু, 26 মে : আজ তীব্র তাপপ্রবাহের মধ্যে রাজস্থানের বেশ কিছু অঞ্চল । চুরু জেলার তাপমাত্রা আজ ছিল 50 ডিগ্রি সেলসিয়াস । গত 10 বছরে মে মাসে চুরু জেলাতে এটি দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা । আবহাওয়াবিদদের মতে, 2016 সালের 19 মে এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 50.2 ডিগ্রি সেলসিয়াস ।

একটি বিবৃতিতে বলা হয়, বিকানেরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 47.4 ডিগ্রি সেলসিয়াস, গঙ্গানগরে সর্বোচ্চ তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস, কোটায় সর্বোচ্চ তাপমাত্রা 46.5 ডিগ্রি সেলসিয়াস ও জয়পুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস । আগামী 24 ঘণ্টায় রাজস্থানের চুরু, বিকানের, হনুমানগড় ও গঙ্গানগর জেলায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ।

ভারতের মেটেরোলজিকাল ডিপার্টমেন্টের (IMD) পূর্বাভাস অনুযায়ী, উত্তর ভারতের বেশ কয়েকটি জায়গাতেও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে । আজ রাজস্থানের পরই দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিল্লিতে । সেখানের তাপমাত্রা 47.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । দিল্লির পালাম এলাকায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি ।

সাফদারজং অবজ়ারভেটরিতে সর্বোচ্চ 46 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । 2002 সালের 19 মে শেষবারের মতো 46 ডিগ্রি সেলসিয়াসের কাঁটা ছুঁয়েছিল এই অবজ়ারভেটরির পারদ । IMD-র তরফে জানানো হয়, লোধি রোড ও আয়া নগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে 45.4 ও 46.8 ডিগ্রি সেলসিয়াস ।

ABOUT THE AUTHOR

...view details