পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সচিন পাইলটের আবেদন নিয়ে আজ রায় দিতে পারে রাজস্থান হাইকোর্ট

রাজস্থান হাইকোর্টে আজ সকাল সাড়ে 10টা নাগাদ শুনানি শুরু হয় ৷

sachin pilot
সচিন পাইলট

By

Published : Jul 21, 2020, 1:03 PM IST

জয়পুর, 21 জুলাই : সচিন পাইলট ও 18 জন বিধায়কের দায়ের করা রিট পিটিশনের শুনানি শুরু হয়েছে রাজস্থান হাইকোর্টে ৷ রাজস্থান বিধানসভার স্পিকার সি পি জোশির পাঠানো নোটিশের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করেছিলেন তাঁরা ৷ সকাল সাড়ে 10টা নাগাদ মুখ্য বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি ও বিচারপতি প্রকাশ গুপ্তার বেঞ্চে মামলার শুনানি শুরু হয় ৷

রাজস্থান হাইকোর্টে গতকাল সন্ধে পর্যন্ত সচিন ও 18 জন বিধায়কের মামলার শুনানি হয় ৷ প্রথমে স্পিকারের তরফে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি ৷ সচিনের হয়ে সওয়াল করছেন আইনজীবী মুকুল রোহতগি ৷

এদিকে কংগ্রেসের তরফে আজ জয়পুরে ফের পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে ৷ সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ সকাল 11টায় বৈঠক শুরু হবে ৷ ফেয়ারমন্ট হোটেলে বৈঠক হবে বলে দলীয় সূত্রে খবর ৷

এর আগে দল বিরোধী কার্যকলাপের জন্য সচিন ও 18 জন বিধায়ককে নোটিশ পাঠিয়েছিলেন স্পিকার সি পি জোশি ৷ যার বিরোধিতা করে আদালতে যান তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details