পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজস্থানে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেপ্তার 1 - Rape

26 সেপ্টেম্বর তেলপিখেদায় আট বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলা দায়ের হয় । ভাইয়ের সঙ্গে স্নান করতে যাওয়ার সময় তাকে ভয় দেখিয়ে নির্জন স্থানে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ।

Aa
Aa

By

Published : Oct 2, 2020, 6:47 PM IST

শিহরী, 2 অক্টোবর: এক সপ্তাহ পর এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার কিনারা করল পুলিশ । ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে । তার নাম নোকারাম ওরফে ভারমা রাম গারাসিয়া । বাড়ি তেলপিখেদায় । তদন্ত জারি রয়েছে ।

26 সেপ্টেম্বর তেলপিখেদায় আট বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলা রুজু হয় । ওই নাবালিকা তার ভাইয়ের সঙ্গে স্নান করতে যাচ্ছিল । তখনই ধৃত ব্যক্তি তাকে ভয় দেখিয়ে নির্জন স্থানে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে । এরপর নাবালিকা চিৎকার শুরু করলে তাকে শ্বাসরোধ করে খুন করে । থানায় অভিযোগ দায়ের হওয়ার পর SP পূজা আওয়ানার নির্দেশে রেভদার CO-র নেতৃত্বে তদন্তকারী দল গঠিত হয় । খোঁজ শুরু হয় অপরাধীর । কিন্তু সহজে মেলেনি অপরাধীর হদিস । পালিয়ে বেড়াচ্ছিল সে । ঘটনাস্থানে ফরেনসিক বিশেষজ্ঞের দল পৌঁছে নমুনা সংগ্রহ করে ।

ধৃত ব্যক্তি মাউন্ট আবু, উত্তরাজ, গিরওয়ার, চান্দেলা, ইশারা, কৃষ্ণগঞ্জের মতো একাধিক জায়গায় বারবার আত্মগোপন করে বেড়াচ্ছিল । গতকাল সাইবার দলের সহায়তায় পুলিশ তাকে বালদার পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে । পুলিশি জেরায় অপরাধ স্বীকার করেছে ধৃত ।

ABOUT THE AUTHOR

...view details