জয়পুর, 11 এপ্রিল: কোরোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন । যার কারণে বন্ধ কর্মক্ষেত্র থেকে শুরু করে দোকানপাট । এই অবস্থায় দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে আসতে দেখা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সাংসদ, মন্ত্রী, শিক্ষক-শিক্ষিকা কিংবা পড়ুয়াদের। অনেকে আবার ব্যক্তিগত অনুদানও দিয়েছেন । কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে জনগণ সেই দানের ছবি তুলতে ব্যস্ত । তাই গতকাল রাজস্থান সরকার দুস্থদের মধ্যে খাদ্য প্যাকেট বিতরণ ও রেশন বিতরণের সময় ছবি তোলা নিষিদ্ধ করে ।
দুস্থদের সাহায্যের সময় ছবি তোলা নিষেধ করল রাজস্থান সরকার - photography
লকডাউনের সময় অনেকেই এগিয়ে এসেছেন দুস্থদের পাশে সাহায্যের জন্য । কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে জনগণ সেই দানের সেই ছবি তুলতে ব্যস্ত । তাই রাজস্থান সরকার দুস্থদের মধ্যে খাদ্য প্যাকেট বিতরণ ও রেশন বিতরণের সময় ছবি তোলা নিষিদ্ধ করেছে ।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, "দরিদ্রদের মধ্যে খাদ্য ও রেশন বিতরণকে একটি পরিষেবা হিসাবে গ্রহণ করা উচিত । প্রচার ও প্রতিযোগিতার মাধ্যম হিসাবে তৈরি করা উচিত নয় । এই সময় দুস্থদের উপকার করা উচিত । যাঁরা সক্ষম তাঁদের অযথা সুবিধা নেওয়া উচিত নয় ।"
গেহলট আরও বলেন , "দরিদ্র ও নিঃস্ব মানুষ যাঁরা এই পরিস্থিতিতে পুরোপুরি সরকারের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন তাঁদের জন্য রেশন এবং রান্না করা খাবারের প্যাকেট প্রস্তুত করা হয়েছে সরকারের তরফে ।" এর আগে মুখ্যমন্ত্রী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুকে দরিদ্র মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে অনুরোধ করেছিলেন । সঙ্গে তিনি বলেছিলেন, "খাদ্যদ্রব্য বিতরণের সময় যেন সামাজিক দূরত্ব মেনে চলা হয় ।"