পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

5 সেকেন্ডে 1000 জনের শরীরে কোরোনা ভাইরাস পরীক্ষা ?

দেশে বেড়েই চলেছে কোরোনা সংক্রমণের হার । এই অবস্থায় একটি সফটওয়্যার বানিয়ে ফেলেছেন এক সফটওয়্যার ইঞ্জিনিয়র। তাঁর দাবি, ওই সফটওয়্যারের সাহায্যে ও একটি এক্স-রে স্ক্যানার ব্যবহার করে শরীরে কোরোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে কি না তা টের পাওয়া যাবে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই ।

aa
দিব্যাংশ বনসাল

By

Published : Apr 26, 2020, 3:06 PM IST

আজমের(রাজস্থান), 26 এপ্রিল : রোগীর দেহে COVID-19 ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যাবে মাত্র পাঁচ সেকেন্ডেই । এক্স-রে স্ক্যানারের ব্যবহারে ও একটি নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে দেহে ভাইরাসের উপস্থিতি রয়েছে কি না তা ধরা পড়বে সহজেই । একটি সফটওয়্যার বানিয়ে এমনটাই দাবি করছেন দেরাদুন টেকনিকাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিব্যাংশ বনসাল ।

আজমেরের তেজা চৌকেরের বাসিন্দা বনসাল ও তাঁর দুই বন্ধু মিলে একটি সফটওয়্যার বানিয়েছেন । তাঁদের দাবি, এই সফটওয়্যারের সাহায্যে মাত্র পাঁচ সেকেন্ডে 1000 জনের শরীরে কোরোনা ভাইরাস উপস্থিত রয়েছে কি না তা পরীক্ষা করা যাবে । বনসালের মতে, এই সফটওয়্যারটি যে শুধুমাত্র পরীক্ষার খরচ বাঁচাবে তাই নয়, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের কোরোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকিও অনেকটা কমিয়ে দেবে ।

বনসাল জানিয়েছেন, এই সফটওয়্যারটি শুধুমাত্র ভাইরাস টেস্ট করতেই সক্ষম নয় । নিউমোনিয়াজনিত সমস্যা রয়েছে কি না তাও পরীক্ষা করা যাবে । যদি কেন্দ্রীয় সরকারের তরফে এই সফটওয়্যারটির স্বীকৃতি মেলে তবে নিজের বানানো এই টেকনোলজিটি বিনামূল্যে দান করবেন বলে জানিয়েছেন বনসাল । এই সফটওয়্যারটির ব্যবহারে কোরোনা ভাইরাসের শনাক্তকরণ বিষয়টি খুবই সোজা হয়ে উঠবে বলে মনে করছেন তিনি । চিকিৎসকরা খুব সহজেই এক্স-স্ক্যানারের ব্যবহার করে ও এই সফটওয়্যারটির সাহায্যে কোনও ব্যক্তি সংক্রমিত হয়েছেন কি না তা জানতে পারবেন ।

ABOUT THE AUTHOR

...view details