পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আগামী সপ্তাহেই আস্থা ভোট রাজস্থানে ? রাজ্যপাল-গেহলত বৈঠকের পর শুরু জল্পনা - রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত

আজ সকালে রাজ্যপাল কলরাজ মিশ্রর সঙ্গে দেখা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলত । এরপরই আগামী সপ্তাহে সেরাজ্যে আস্থা ভোট হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে ।

ashok
ashok

By

Published : Jul 19, 2020, 1:19 PM IST

জয়পুর, 19 জুলাই : আজ সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত । এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা । তাহলে আগামী সপ্তাহেই কি হতে চলেছে আস্থা ভোট ? অন্তত তাঁর যে পাল্লা ভারী রয়েছে তা দেখানোর জন্যই গেহলত এই পদক্ষেপ করতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

আজ রাজ্যপাল কলরাজ মিশ্রর সঙ্গে দেখা করতে যান গেহলত । রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ার কারণ হিসেবে যদিও গেহলত জানান, শুধুই পর্যালোচনা বৈঠক করেছেন । কিন্তু সূত্রের খবর, পরবর্তী সপ্তাহে বিধানসভা অধিবেশনের ডাক দিতে পারেন তিনি । আর বৈঠকে তা নিয়েই আলোচনা হয়েছে ।

রাজস্থান হাইকোর্টে পাইলট শিবিরের তরফে যে আবেদন করা হয়েছে তার উত্তরে আদালত কী বলে তা দেখার পর পরবর্তী পদক্ষেপ করবে কংগ্রেস । মঙ্গলবারের পরই কংগ্রেসের তরফে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর ।

বিরোধী শিবিরের দাবি, সচিন পাইলটের পক্ষে 30 জন বিধায়ক রয়েছেন । এবং তাঁর এই সমর্থন রাজস্থানের গেহলত সরকারকে ফেলার জন্য যথেষ্ট । যদিও এই দাবি মানতে নারাজ অশোক গেহলত । তিনি স্পষ্ট জানিয়েছেন, 109 জন বিধায়ক তাঁর পক্ষে রয়েছেন ।

গত এক সপ্তাহে একাধিকবার দিল্লি গিয়েছেন সচিন ও তাঁর অনুগামীরা । রাজস্থান সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্রের যে অভিযোগ উঠেছিল সেই প্রসঙ্গেও প্রশ্ন করা হয় তাঁকে । এরপরই গেহলত-পাইলট দ্বন্দ্ব আরও বাড়ে । জয়পুরে ফিরতে রাজি ছিলেন না সচিন এবং মুখ্যমন্ত্রীর একাধিক বৈঠকেও তিনি থাকেননি । এরপরই সচিনকে উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয় । সচিন BJP-তে যোগ দেবেন কি না সেই নিয়েও জল্পনা ছিল চরমে । কিন্তু সেইসব জল্পনা উড়িয়ে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, "না!"

রাজস্থানে সরকার ফেলার ছক ? 2 বিক্ষুব্ধ বিধায়ককে সাসপেন্ড কংগ্রেসের

শুক্রবার সাংবাদিক বৈঠকে সরব হন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা । বলেন, BJP রাজস্থান সরকার ফেলার চক্রান্ত করছে । একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এসেছে যেখানে অন্তত এই বিষয়টি স্পষ্ট । দুই কংগ্রেস বিধায়ককে সাসপেন্ড করা হয় । কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে দায়ের হয় FIR । যদিও তিনি সেই অভিযোগ কার্যত অস্বীকার করেন ।

ABOUT THE AUTHOR

...view details