ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, মৃত 6 - Madhya Pradesh flood 2020

মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির জের । তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । এর জেরে ছয় শিশুর মৃত্যু হয়েছে । চলছে উদ্ধারের কাজ ।

mp
মধ্যপ্রদেশ, এএনআই
author img

By

Published : Aug 30, 2020, 10:33 AM IST

ভোপাল, 30 অগাস্ট : মধ্যপ্রদেশে দু'দিন টানা ভারী বৃষ্টির জেরে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ছয় শিশুর । ন'টি জেলার প্রায় 394টি গ্রাম থেকে 6 হাজার 500-র বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । এইদিকে ভারী বৃষ্টির জেরে গতরাতে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে একজনের ।

মধ্যপ্রদেশের ন'টি জেলায় টানা ভারী বৃষ্টি হচ্ছে । জলস্তর বাড়ছে । সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী হোশাঙ্গাবাদে উদ্ধারকাজ চালাচ্ছে । 3 হাজার 500 জনকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে । এখনও ওই জেলায় 10 হাজারের বেশি মানুষ আটকে রয়েছে । সেখানে পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছে । কারণ ভারী বৃষ্টির জেরে নর্মদা নদীর জলস্তর বাড়ছে । ছিন্দওয়ারা থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ।

এর আগে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আকাশপথে হোশাঙ্গাবাদ এবং সেহোর জেলার ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন । কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ।

ছিন্দওয়াড়া জেলা থেকে ইতিমধ্যেই পাঁচজনকে উদ্ধার করেছে বায়ুসেনার হেলিকপ্টার । শেহোর জেলায় বায়ু সেনার দু'টি চপার উদ্ধারের কাজ করছে । হারদা জেলায় নর্মদা নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে । শেষ 12 থেকে 15 ঘণ্টায় ন'টি জেলায় 394টি গ্রাম থেকে 6 হাজার 500জনকে উদ্ধার করা হয়েছে । হোশাঙ্গাবাদে 33 ঘণ্টায় 429 মিলিমিটার বৃষ্টি হয়েছে ।

ভারী বৃষ্টির জেরে গতরাতে একটি বাড়িও ভেঙে পড়ে । তার জেরে এক ব্যক্তির মৃত্যু হয় । তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details