ভোপাল, 31 অগাস্ট: টানা দু'দিনের বৃষ্টিতে ভাসছে মধ্যপ্রদেশের বিভিন্ন জেলা ৷ ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 10 জনের ৷ বন্যা কবলিত 12টি জেলা থেকে 11 হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ পরিস্থিতি এতটাই গুরুতর যে NDRF দলের পাশাপাশি উদ্ধারকাজে নেমেছে বায়ুসেনা ও সেনা জওয়ানরা ৷ টানা দু'দিনের মুষলধারে বৃষ্টির পর কয়েকটি এলাকায় বৃষ্টির পরিমাণ কমেছে ৷
গত 36 ঘণ্টায় মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের কাটনি, ছাত্তারপুর, রাইজ়েন, সেহর জেলায় ৷ ওইসব জেলায় বন্যায় আটকে পড়া মানুষকে উদ্ধারের জন্য নামে বায়ুসেনার কপ্টার ৷ মধ্যপ্রদেশের রেভেনিউ কমিশনার মণীশ রস্তোগি বলেন, "257 জনকে এয়ারলিফ্ট করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে ৷ তার মধ্যে রয়েছে সেহর জেলার 193 জন ৷ রাইজ়েন জেলার 61 জন এবং বলাঘাটের 3 জনকে উদ্ধার করে বায়ুসেনা ৷ গোটা রাজ্যে আর একজন মানুষও বন্যায় আটকে নেই ৷ এখনও পর্যন্ত 11 হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷" তিনি আরও বলেন, "উদ্ধারকাজে সাহায্য করেছে সেনা জওয়ান ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷"
সোমবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, "উদ্ধারকাজের জন্য পাঁচটি বায়ুসেনার কপ্টার মোতায়েন করা হয়েছে ৷ প্রশাসন সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে ৷ সাধারণ মানুষের প্রাণরক্ষার জন্য IAF, NDRF, SDRF ও তার আধিকারিকদের ধন্য়বাদ জানাই ৷ বন্যার জল নামছে ৷ এখন সাধারণ মানুষের কাছে খাবার, পানীয় জল, ওষুধ পৌঁছানোই আমাদের প্রধান লক্ষ্য ৷ পাশাপাশি রোগের প্রকোপ কমানো ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন করার চেষ্টা করছি ৷" টানা দু'দিন মধ্যপ্রদেশ সরকারের তরফে বন্যা কবলিত হরদা, হোসাঙ্গাবাদ, সেহর, রাইজ়েন ও বিদিশা জেলায় আকাশপথে ত্রাণ পাঠানো হয়েছে ৷
টানা বৃষ্টিতে মধ্যপ্রদেশের নুল্লাহ নদীর জলের স্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয় আশপাশের এলাকা ৷ হোসাঙ্গাবাদ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া নর্মদা নদীর জলস্তর বিপদসীমার 8 ফুট উপর দিয়ে বইছে ৷ বৃষ্টিতে দেওয়াল ভেঙে ও নুল্লাহ নদীর জলের তোড়ে ভেসে মৃত্যু হয়েছে দশজনের ৷ মধ্যপ্রদেশের আটটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কমলা ও হলুদ সতর্কতা জারি করেছিল মৌসম বিভাগ ৷ সোমবার সকাল পর্যন্ত এই সতর্কতা জারি ছিল ৷
আগামী 24 ঘণ্টায় ইন্দোর, উজ্জয়নী, শাজাপুর, রাতলাম, দেওয়াস, ঝাবুয়া, আলিরাজপুর, মন্দসাউর ও নিমুচ শহরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷