দিল্লি, 20 জানুয়ারি : 125 তম জন্মজয়ন্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিশেষ শ্রদ্ধা রেল মন্ত্রকের ৷ কালকা মেলের নাম পরিবর্তন করে তা নেতাজি এক্সপ্রেস করার কথা ঘোষণা করল ভারতীয় রেল ৷ আজ টুইট করে একথা জানান রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷ তিনি টুইট করে বলেন, ‘‘নেতাজির পরাক্রমে ভারতের স্বাধীনতা ও উন্নয়ন এক্সপ্রেস গতি পেয়েছিল ৷ ‘নেতাজি এক্সপ্রেস’-এর ঘোষণার মধ্য়ে দিয়ে তাঁর জন্মদিন উদযাপন করতে গিয়ে আমি রোমাঞ্চ অনুভব করছি ৷’’
কলকাতা থেকে হরিয়ানা পর্যন্ত চলা বহু পুরানো ট্রেন হাওড়া-কালকা মেল ৷ তথ্য় অনুযায়ী, 1941 সালে অন্তর্ধানের পর নেতাজি বিহারের গোমোহ থেকে কালকা মেলে চড়েছিলেন ৷ সেই কারণেই 23 জানুয়ারি তাঁর জন্মজয়ন্তীতে হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস করার সিদ্ধান্ত নিয়ে রেলমন্ত্রক ৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করেছে ৷