পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে সাংবাদিকের মুখে মূত্রত্যাগ, কাঠগড়ায় রেল পুলিশ - shamli

উত্তরপ্রদেশে খবর করতে গিয়ে রেল পুলিশের লাথি, থাপ্পড়, ধাক্কা খেতে হল সংবাদ মাধ্যমের এক কর্মীকে ।

অমিত শর্মা

By

Published : Jun 12, 2019, 3:16 PM IST

লখনউ, 12 জুন : খবর করতে গিয়ে রেল পুলিশের লাথি, থাপ্পড়, ধাক্কা খেতে হল সংবাদ মাধ্যমের এক কর্মীকে । আক্রান্ত সাংবাদিকের নাম অমিত শর্মা । পশ্চিম উত্তরপ্রদেশে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে ওই সাংবাদিককে রেল পুলিশের কিছু সদস্য মারছে । অমিত জানায়, শামলি জেলার একটি ট্রেনের বেলাইন হওয়ার ঘটনার খবর করতে গিয়েই এই হেনস্থার মুখে পড়েন তিনি । রেল পুলিশের একটি দল তাঁকে সারারাত তালাবন্ধ করে রেখে অত্যাচার চালায় বলেও অভিযোগ তাঁর। অমিতের আরও অভিযোগ, রেল পুলিশ তাঁর মুখের উপর মূত্রত্যাগ করে

অমিত শর্মা বলেন, "ওরা সাদা পোশাকে ছিল । তাদের মধ্যে একজন ক্যামেরাটি নিচে ফেলে দেয় । আমি যখন ক্যামেরা তুলতে যাই, ওরা আমাকে মারে এবং আমার পোশাক খুলে দেয় । মুখে মূত্রত্যাগও করে ।"

স্থানীয় কয়েক জন সাংবাদিক রেল পুলিশের মারধর করার ভিডিয়োটি সোশাল মিডিয়াতে আপলোড করে দেন । সাংবাদিকরা পুলিশের সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেন। স্থানীয় থানায় অন্য সাংবাদিকদের বিক্ষোভের পর আজ সকালে ছেড়ে দেওয়া হয় অমিতকে ।

ABOUT THE AUTHOR

...view details