অমৃতসর, 5 অক্টোবর: রাহুল গান্ধির ট্রাক্টর র্যালিকে "বিলাসবহুল র্যালি" বলে কটাক্ষ করল পঞ্জাবের এক কৃষক সংগঠন । তাদের কথায়, রাজনৈতিক দলগুলি আগামী নির্বাচনে ফায়দা তোলার জন্যই বিক্ষোভ দেখাচ্ছে । কৃষি আইনের বিরোধিতায় পঞ্জাবের অমৃতসরের দেবী দাসপুরা গ্রামে কৃষকরা "রেল রোকো" কর্মসূচি পালন করছেন। এই বিক্ষোভ আজ 12 দিনে পড়ল । 8 অক্টোবর পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে কৃষকদের তরফে জানানো হয়েছে ।
রাহুল গান্ধির ট্রাক্টর ব়্যালিকে "বিলাসবহুল ব়্যালি" বলে কটাক্ষ কৃষক সংগঠনের - farmer's on tractor rally
ইতিমধ্যেই কৃষি আইনের প্রতিবাদে পঞ্জাব থেকে ট্রাক্টর ব়্যালি শুরু করেছেন রাহুল গান্ধি । আর এই ব়্যালিকেই কটাক্ষ করলেন পঞ্জাবের এক কৃষক সংগঠনের সদস্যরা ।
ওই কৃষক সংগঠনের নেতা সুখবিন্দর সিং বলেন, "যে ট্রাক্টরগুলি রাহুল গান্ধি ব্যবহার করছেন সেগুলি কৃষকরা ব্যবহার করেন না । ট্রাক্টরগুলি যথেষ্ট বিলাসবহুল । আর এই র্যালিও তাই বিলাসবহুল । 2022-র নির্বাচনকে লক্ষ্য করেই এ এক রণকৌশল । যদি সত্যি তাঁর দলের সদস্যরা আমাদের জন্য কিছু করতে চান তবে তাঁদের সংসদেই বিষয়টি তুলে ধরা উচিত ।"
বিক্ষোভে সামিল এক কৃষক জরমনজিত সিং বলেন, "পঞ্জাবের এই জায়গা থেকেই আমাদের এই লড়াই শুরু হয়েছিল । 250 জনেরও বেশি কৃষক সংগঠন ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) সমর্থেনে এগিয়ে এসেছে । আমরা ব্র্যান্ডেড পণ্য এবং কর্পোরেট কম্পানি বয়কটের সিদ্ধান্ত নিয়েছি ।" উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্তে কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ-প্রতিবাদ চলছে ।