পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বুথ ফেরত সমীক্ষাকে ভুয়ো বলে কটাক্ষ রাহুলের - Lok Sabha Election 2019

মমতার পথেই রাহুল । বুথ ফেরত সমীক্ষাকে ভুয়ো বলে দাবি রাহুলের । দিলেন দলের কর্মীদের আস্থা সজাগ থাকার পরামর্শও ।

রাহুল গান্ধি

By

Published : May 22, 2019, 7:03 PM IST

দিল্লি, 22 মে : এ বার বুথ ফেরত সমীক্ষাকে ‘ভুয়ো’ বলে দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি । তাঁর কথায়, “ভুয়ো সমীক্ষা দেখে নিরাশ হবেন না । কংগ্রেসের উপর ভরসা রাখুন । ” পাশাপাশি, দলের কর্মীদের আগামী 24 ঘণ্টা সতর্ক থাকার পরামর্শও দিলেন তিনি ।

ভোটগণনার এক দিন আগে টুইটারে রাহুল লেখেন, 'আগামী 24 ঘণ্টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ । সকলকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। ভয় পাবেন না। আপনারা সত্যের জন্য লড়ছেন। ভুয়ো সমীক্ষায় যে অপপ্রচার হচ্ছে, তাতে নিরাশ হবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন। আস্থা রাখুন কংগ্রেসের উপর। আপনাদের পরিশ্রম বৃথা যাবে না। জয় হিন্দ।'

19 মে শেষ হয় সপ্তম দফার নির্বাচন । কিন্তু তার পর থেকেই বুথ ফেরত সমীক্ষা নিয়ে হইচই পড়ে যায় দেশে । প্রায় সব সমীক্ষাতেই প্রচুর আসন দেওয়া হয়েছে বিজেপি নেতৃত্বাধীন NDA জোটকে। এমনকী, পশ্চিমবঙ্গেও BJP যতগুলো আসন পাবে বলে সমীক্ষায় দেখানো হয়েছে, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে ।

স্বাভাবিক ভাবেই সমীক্ষা উদ্বেগ ছড়িয়েছে কংগ্রেস-সহ বিরোধী শিবিরে। বুথ ফেরত সমীক্ষা নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরবর্তী সময় বিষয়টি সরব হন প্রিয়াঙ্কা গান্ধি থেকে শুরু করে অন্যান্য বিরোধীরা । এ বার সেই পথেই বুথ ফেরত সমীক্ষা নিয়ে সরব হলেন রাহুলও ।

ABOUT THE AUTHOR

...view details