দিল্লি, 22 মে : এ বার বুথ ফেরত সমীক্ষাকে ‘ভুয়ো’ বলে দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি । তাঁর কথায়, “ভুয়ো সমীক্ষা দেখে নিরাশ হবেন না । কংগ্রেসের উপর ভরসা রাখুন । ” পাশাপাশি, দলের কর্মীদের আগামী 24 ঘণ্টা সতর্ক থাকার পরামর্শও দিলেন তিনি ।
ভোটগণনার এক দিন আগে টুইটারে রাহুল লেখেন, 'আগামী 24 ঘণ্টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ । সকলকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। ভয় পাবেন না। আপনারা সত্যের জন্য লড়ছেন। ভুয়ো সমীক্ষায় যে অপপ্রচার হচ্ছে, তাতে নিরাশ হবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন। আস্থা রাখুন কংগ্রেসের উপর। আপনাদের পরিশ্রম বৃথা যাবে না। জয় হিন্দ।'