পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UGC-কে পরীক্ষা বাতিলের আর্জি রাহুল গান্ধির

কোরোনা সংক্রমণের মাঝে সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে UGC ৷ এই সিদ্ধান্তের সমালোচনা করে ভিডিয়ো বার্তা দিলেন রাহুল গান্ধি ।

RAHUL GANDHI
রাহুল গান্ধি

By

Published : Jul 10, 2020, 3:27 PM IST

দিল্লি, 10 জুলাই: কোরোনা সংক্রমণের মাঝে UGC-র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করলেন রাহুল গান্ধি । আজ একটি ভিডিয়ো বার্তায় পরীক্ষা বাতিলের অনুরোধ জানান তিনি ৷

কোরোনা সংক্রমণের জেরে 24 মার্চ থেকেই বন্ধ রয়েছে দেশের সমস্ত স্কুল-কলেজ ৷ তিনমাস কেটে গেলেও স্কুল, কলেজ না খোলায় বাকি থাকা পরীক্ষাও স্থগিত হয়ে যায় ৷ শিক্ষাবর্ষ সম্পূর্ণ করতে ও পরীক্ষা নিয়ে নানা সময়ে নানা রকম সিদ্ধান্ত ঘোষণা করা হয় ৷ শেষে পরীক্ষা বাতিল করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, গত বছর বা সেমেস্টারের ফলাফলের উপর ভিত্তি করেই এবছরের ফল ঘোষণা করা হবে ৷

তবে UGC-র তরফে ঘোষণা করা হয়, সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি শেষ করতে হবে ৷ এরপরই UGC-র এই সিদ্ধান্তের সমালোচনা করেন পড়ুয়া থেকে শিক্ষকরা ৷ এনিয়ে রাহুল গান্ধি এক ভিডিয়ো বার্তায় বলেন, COVID-19 পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত একদমই ঠিক নয় ৷ UGC-র উচিত পড়ুয়াদের আবেদন শোনা এবং পরীক্ষা বাতিল করে গত বছরের ফলাফলের উপর ভিত্তি করে তাদের আগামী শিক্ষাবর্ষে তুলে দেওয়া ৷

তিনি বলেন, ‘‘কোরোনা পরিস্থিতিতে অনেকের ক্ষতি হয়েছে ৷ স্কুল, কলেজের পড়ুয়াদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে ৷ কলেজ ও IIT পরীক্ষা বাতিল করে পড়ুয়াদের উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ UGC সংশয় তৈরি করছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details