পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সেনাকে অপমান করছেন রাহুল : অমিত শাহ - ফোর্সকে অপমান

রাহুলের নিউ ইন্ডিয়া টুইটের উত্তর দিয়েছেন BJP সাংসদ তথা অভিনেতা পরেশ রাওয়ালও । রাহুলের পোস্টকে উদ্ধৃত করে তিনি লিখেছেন, "রাহুলজি নতুন ভারতে কুকুররাও আপনার থেকে স্মার্ট।"

অমিত শাহ ও রাহুল গান্ধি (ফাইল ছবি)

By

Published : Jun 21, 2019, 8:56 PM IST

Updated : Jun 21, 2019, 10:49 PM IST

দিল্লি, 21 জুন : আন্তর্জাতিক যোগ দিবসে আর্মি ডগ ইউনিটের একটি ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন রাহুল গান্ধি । যেখানে দেখা যাচ্ছে, কুকুররা যোগাসন করছে । ছবির ক্যাপশনে রাহুল লিখেছেন, নিউ ইন্ডিয়া । এই পোস্ট নিয়ে শুরু হল বিতর্ক । এই ছবির ক্যাপশনের মাধ্যমে দেশের সেনাকে অপমান করেছেন রাহুল । বললেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।

রাহুলের টুইটারের জবাবে পালটা টুইট করেছেন অমিত শাহ । সেখানে তিনি লিখেছেন, "কংগ্রেসের ভাবনাচিন্তা নেতিবাচক । তারা নেতিবাচক মনোভাবের প্রমাণ দিয়েছে তিন তালাক বিলের বিরোধিতা করে । এখন তিনি আবার যোগা দিবসকে নিয়েও ব্যঙ্গ করছেন । দেশের সেনাকে ফের অপমান করলেন ।" প্রসঙ্গত, আজ লোকসভায় তিন তালাক বিল উত্থাপন করে মোদি সরকার । সেই বিলের বিরোধিতা করে কংগ্রেস । রাহুলের নিউ ইন্ডিয়া ব্যাঙ্গের জবাব দিতে গিয়ে তিন তালাক বিলের প্রসঙ্গ এনেও কংগ্রেসকে একহাত নেন অমিত শাহ ।

রাহুলের নিউ ইন্ডিয়া টুইটের উত্তর দিয়েছেন BJP সাংসদ তথা অভিনেতা পরেশ রাওয়ালও । রাহুলের পোস্টকে উদ্ধৃত করে তিনি লিখেছেন, "রাহুলজি নতুন ভারতে কুকুররাও আপনার থেকে স্মার্ট।"

BJP নেতা সম্বিত পাত্রও আক্রমণ করেছেন রাহুলকে । তাঁর বক্তব্য, "ওরা আর পাঁচজন সাধারণ কুকুরের মতো নয় । ওরাও আমাদের দেশের জন্য লড়াই করে । ওদের স্যালিউট ।"

Last Updated : Jun 21, 2019, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details