পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"নীরবতা ভেঙে দেশবাসীর প্রশ্নের উত্তর দিন", প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের - রাহুল গান্ধি

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইশুতে প্রধানমন্ত্রীকে নীরব দর্শকের ভূমিকায় দেখা যায়, অভিযোগ রাহুল গান্ধির ।

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Oct 7, 2020, 2:02 PM IST

দিল্লি, 7 অক্টোবর : চুপ না থেকে দেশবাসীর প্রশ্নের উত্তর দিন । ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধির । তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইশুতে প্রধানমন্ত্রীকে নীরব দর্শকের ভূমিকায় দেখা যায় ।

সম্প্রতি রোহটাংয়ে অটল টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই প্রসঙ্গ তুলে রাহুল গান্ধি বলেন, " টানেলে দাঁড়িয়ে একা একা জনগণের উদ্দেশে হাত নাড়ানো বন্ধ করুন । নীরবতা ভেঙে, প্রশ্নের মুখোমুখি হন । দেশবাসী অনেক প্রশ্নের উত্তর চায় আপনার কাছে । "

সম্প্রতি নতুন কৃষিবিলের (যা এখন আইনে পরিণত হয়েছে) বিরোধিতা করে কংগ্রেসের তরফে "খেতি বাঁচাও" যাত্রার ডাক দেওয়া হয় । এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধি বলেন, " আমাদের যাত্রা নরেন্দ্র মোদি সরকারের 'কালো আইন'-এর বিরুদ্ধে । নতুন এই আইন খাদ্য সুরক্ষা ও দেশের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করবে । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা । বর্তমানে প্রচলিত ব্যবস্থা একবার ভেঙে গেলে পরবর্তীকালে আর কোনও উপায় থাকবে না পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনার । "

এর আগেও কোরোনা মোকাবিলা, পরিযায়ী শ্রমিক, লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা, দেশে বেকারত্ব বৃদ্ধি ইত্যাদি একাধিক ইশুতে প্রধানমন্ত্রী ও বর্তমান কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধি ।

ABOUT THE AUTHOR

...view details