দিল্লি, 5 জুলাই : গৌতম বুদ্ধের জন্মতিথি তথা গুরু পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ আজ তিনি টুইটারে শুভেচ্ছা জানান৷ পাশাপাশি নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন তিনি ৷ লেখেন, ‘‘তিন জিনিস কখনও লুকানো যায় না ৷ যেমন- সূর্য, চন্দ্র আর সত্য ৷’’
লাদাখে ভারত-চিন সীমান্তে সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্যা কথা বলছেন ৷ এমন অভিযোগ প্রথম থেকে করছে বিরোধীরা ৷ বিশেষত কংগ্রেসের তরফে রাহুল গান্ধি বারবার এই অভিযোগ করেছেন ৷ আজ ফের টুইটারে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ 16 জুন পূর্ব লাদাখের গালওয়ানে চিন সেনার সঙ্গে সংঘর্ষে 20জন ভারতীয় জওয়ান শহিদ হন ৷ এবিষয়ে প্রধানমন্ত্রী জানান, চিন সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি ৷ যা নিয়ে সরব হয় বিরোধীরা ৷