পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দারুণ বেড়েছে 'জিডিপি', জ্বালানির দামবৃদ্ধি নিয়ে কটাক্ষ রাহুলের - রাহুল গান্ধী

টুইটারে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করে রাহুল গান্ধি লেখেন, ''মোদিজি দারুণ বৃদ্ধি অর্জন করে করেছেন । সেটা হল GDP, অর্থাত্‍‌ গ্যাস-ডিজ়েল-পেট্রলের দাম। মুদ্রাস্ফীতির হার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ জর্জরিত আর মোদির সরকার কর আদায়েই ব্যস্ত।''

Rahul Gandhi slams Centre over high fuel prices
'দারুণ বেড়েছে মোদীর সরকারের GDP অর্থাত্‍‌ গ্যাস-ডিজেল-পেট্রলের দাম', কটাক্ষ রাহুলের

By

Published : Jan 24, 2021, 1:37 PM IST

Updated : Jan 24, 2021, 1:47 PM IST

দিল্লি, 24 জানুয়ারি: জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন রাহুল গান্ধি । তাঁর অভিযোগ, কর আদায়েই ব্যস্ত সরকার । জ্বালানির দাম কমানোর দিকে তাদের কোনও নজর নেই । যদিও তাঁর অভিযোগ খারিজ করে দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। তাদের দাবি, চাহিদা ও জোগানের ভারসাম্য না থাকাতেই বেড়ে চলেছে জ্বালানির দাম।

টুইটারে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করে রাহুল গান্ধি লেখেন, ''মোদিজি দারুণ বৃদ্ধি অর্জন করে করেছেন । সেটা হল GDP, অর্থাত্‍‌ গ্যাস-ডিজ়েল-পেট্রলের দাম। মুদ্রাস্ফীতির হার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ জর্জরিত আর মোদির সরকার কর আদায়েই ব্যস্ত।''

তবে পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আগেই জানিয়েছিলেন, কোরোনা সংক্রমণের কারণে তেল প্রস্তুতকারী দেশগুলির উত্‍‌পাদন কমিয়ে দেওয়ার কারণেই জ্বালানির দাম বেড়ে যাচ্ছে। তাঁর কথায়, ''আমাদের প্রয়োজনের জন্য 80 শতাংশ অপরিশোধিত তেল আমদানি করতে হয়েছে । কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বিভিন্ন তেল প্রস্তুতকারক দেশ হয় উত্‍‌পাদন বন্ধ করে দিয়েছে নয়তো কমিয়ে দিয়েছে। চাহিদা ও জোগানের মধ্যে ভারমাস্য না থাকার কারণেই জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে।''

আরও পড়ুন:সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল-ডিজ়েলের দাম

এই সপ্তাহে চার বার দাম বেড়ে শনিবার সর্বকালীন উচ্চতায় পৌঁছায় পেট্রল ও ডিজ়েলের দাম। শনিবার প্রতি লিটারে পেট্রল ও ডিজ়েলের দাম বেড়েছে 25 পয়সা করে ৷ দিল্লিতে পেট্রলের দাম হয় লিটারপিছু ৮৫.৭০ টাকা এবং মুম্বইতে সেই দাম পৌঁছে যায় লিটারপিছু ৯২.২৮ টাকায়। ডিজ়েলের দাম দিল্লিতে বেড়ে হয় ৭৫.৮৮ টাকা এবং মুম্বইতে তা হয় ৮২.৬৬ টাকা। চলতি সপ্তাহে পরপর দু‘দিন বাড়ে পেট্রল, ডিজ়েলের দাম৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত চলতি সপ্তাহে দাম বেড়েছে চারবার৷ যার জেরে প্রতি লিটারে দামের বৃদ্ধি হয়েছে 1 টাকা৷ কলকাতাতেও পেট্রলের দাম বৃদ্ধি পায়। তবে রবিবার তা আর বাড়েনি। কলকাতায় আজ পেট্রলের দাম লিটারপিছু ৮৭.১১ টাকা। আর শহরে ডিজ়েলের দাম আজ লিটারপিছু ৭৯.৪৮ টাকা হয়েছে।

Last Updated : Jan 24, 2021, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details