পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদির 'অসত্যাগ্রহের' দীর্ঘ ইতিহাসের জন্য কৃষকরা তাঁর কথা বিশ্বাস করেন না, দাবি রাহুলের - Rahul Gandhi

মোদি সরকারের বিরুদ্ধে প্রায়ই টুইট করে সমালোচনা করেন ও নানা ধরনের অভিযোগ করেন রাহুল গান্ধি। তাছাড়া তাঁকে মোদি বিরোধী আন্দোলনে নামতেও দেখা যায়। মোদি সরকারের নতুন কৃষক আইন নিয়ে আন্দোলনে নেমেছে দেশের 40টি কৃষক সংগঠন। কংগ্রেসও কৃষকদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছে। রাহুল গান্ধি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে এই নিয়ে দেখা করেছেন। এই আইন প্রত্যাহারের দাবি তুলেছেন।

rahul-gandhi-slams-centre-for-rising-unemployment
মোদির 'অসত্যাগ্রহের' দীর্ঘ ইতিহাসের জন্য কৃষকরা আর তাঁর কথা বিশ্বাস করেন না, দাবি রাহুলের

By

Published : Dec 30, 2020, 12:38 PM IST

দিল্লি, 30 ডিসেম্বর :ফের কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এবার দেশের বেকারত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন তিনি। একই সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন মূল্যবৃদ্ধি ও কৃষকদের প্রতি বঞ্চনার অভিযোগ। মঙ্গলবার ও বুধবার দুটি টুুইট করে তিনি মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। টুইটারে তিনি লিখেছেন, "মোদিজির 'অসত্যাগ্রহের' দীর্ঘ ইতিহাসের জন্য কৃষকরা আর তাঁর কথা বিশ্বাস করেন না।"

সোমবার ছিল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। তার আগের দিনই বিদেশে চলে যান রাহুল গান্ধি। তা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয় কংগ্রেসকে। আর এই পরিস্থিতিতেই মঙ্গলবার একটি সংবাদ প্রতিবেদনকে উল্লেখ করে মোদি সরকারের সমালোচনায় টুইট করেন রাহুল। ওই প্রতিবেদনে নভেম্বরে দেশে বেকারত্বের হিসেব রয়েছে। টুইটে রাহুল লেখেন, "যুবকদের উপর বেকারত্বের আঘাত, সাধারণ মানুষ মূল্যবৃদ্ধিতে জেরবার, বন্ধুদের (মিত্রোঁ) জন্য আইন করে কৃষকদের উপর আঘাত, এটাই মোদি সরকার।"

এর পর বুধবার রাহুল ক্ষমতায় আসার আগে ও পরে নরেন্দ্র মোদির বিভিন্ন প্রতিশ্রুতি ও বক্তব্য উল্লেখ করে আরও একটি টুইট করেন। ওই টুইটের শেষে তিনি লিখেছেন, "মোদিজির 'অসত্যাগ্রহের' দীর্ঘ ইতিহাসের জন্য কৃষকরা আর তাঁর কথা বিশ্বাস করেন না।"

আরও পড়ুন:আজ কেন্দ্র-কৃষক বৈঠক, সমস্যার সমাধান চায় দু'পক্ষই

মোদি সরকারের বিরুদ্ধে প্রায়ই টুইট করে সমালোচনা করেন ও নানা ধরনের অভিযোগ করেন রাহুল গান্ধি। তাছাড়া তাঁকে মোদি বিরোধী আন্দোলনে নামতেও দেখা যায়। মোদি সরকারের নতুন কৃষক আইন নিয়ে আন্দোলনে নেমেছে দেশের 40টি কৃষক সংগঠন। কংগ্রেসও কৃষকদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছে। রাহুল গান্ধি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে এই নিয়ে দেখা করেছেন। এই আইন প্রত্যাহারের দাবি তুলেছেন।

ABOUT THE AUTHOR

...view details