দিল্লি, 30 ডিসেম্বর :ফের কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এবার দেশের বেকারত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন তিনি। একই সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন মূল্যবৃদ্ধি ও কৃষকদের প্রতি বঞ্চনার অভিযোগ। মঙ্গলবার ও বুধবার দুটি টুুইট করে তিনি মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। টুইটারে তিনি লিখেছেন, "মোদিজির 'অসত্যাগ্রহের' দীর্ঘ ইতিহাসের জন্য কৃষকরা আর তাঁর কথা বিশ্বাস করেন না।"
সোমবার ছিল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। তার আগের দিনই বিদেশে চলে যান রাহুল গান্ধি। তা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয় কংগ্রেসকে। আর এই পরিস্থিতিতেই মঙ্গলবার একটি সংবাদ প্রতিবেদনকে উল্লেখ করে মোদি সরকারের সমালোচনায় টুইট করেন রাহুল। ওই প্রতিবেদনে নভেম্বরে দেশে বেকারত্বের হিসেব রয়েছে। টুইটে রাহুল লেখেন, "যুবকদের উপর বেকারত্বের আঘাত, সাধারণ মানুষ মূল্যবৃদ্ধিতে জেরবার, বন্ধুদের (মিত্রোঁ) জন্য আইন করে কৃষকদের উপর আঘাত, এটাই মোদি সরকার।"